বিজয় দিবসে শাবিপ্রবি ছাত্রলীগের র‌্যালি

১৭ ডিসেম্বর ২০২৩, ০৮:৫১ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
বিজয় দিবসে আনন্দ র‌্যালির আয়োজন করেছে শাবিপ্রবি ছাত্রলীগ

বিজয় দিবসে আনন্দ র‌্যালির আয়োজন করেছে শাবিপ্রবি ছাত্রলীগ © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে আনন্দ র‌্যালি বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। 

র‌্যালিটি শাহপরাণ হল থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরের সামনে গিয়ে শেষ হয়। এরপর বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এ সময় ছাত্রলীগের সাবেক পরিবেশ সম্পাদক খলিলুর রহমান, সাবেক উপদপ্তর সম্পাদক সজিবুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ছাত্রলীগের সহসভাপতি মামুন শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া, সাংগঠনিক সম্পাদক তানিম খন্দকার ও ফজলুল হক উপস্থিত ছিলেন।

এছাড়া বন বিভাগ ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন, সমাজ বিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সভাপতি রেজাউল হক সিজার, বাংলা বিভাগ ছাত্রলীগের সহসভাপতি কাউসার আহমেদ সোহাগ, সমাজবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মুরাদ, ছাত্রলীগ নেতা নাজমুল হুদা শুভসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির ২১ নেতাকে সব পদ থেকে বহিষ্কার
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘নিরাপত্তা ইস্যুতে’ আগের ফেসবুক পেজ বন্ধ করল র‌্যাব, নতুন প…
  • ২৭ জানুয়ারি ২০২৬
সকালে ঘুম থেকে উঠেই পানি খাওয়ার অভ্যাস কতটা স্বাস্থ্যকর?
  • ২৭ জানুয়ারি ২০২৬
ইলন মাস্কের ‘গ্রকিপিডিয়া’র তথ্য দেখাচ্ছে চ্যাটজিপিটির উত্তরে
  • ২৭ জানুয়ারি ২০২৬
গণভোট নিয়ে সরকারি প্রচারণার পরেও মানুষ কতটা বুঝতে পারছে?
  • ২৭ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণায় সব ব্যাংক শাখায় ব্যানার ট…
  • ২৭ জানুয়ারি ২০২৬