গবেষণা না হলে শিক্ষায় নতুন জ্ঞান আসবে না: বশেফমুবিপ্রবি উপাচার্য

আয়োজিত সেমিনার
আয়োজিত সেমিনার  © টিডিসি ফটো

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য বলেন, জ্ঞান-বিজ্ঞানের উৎকর্ষ সাধনে গবেষণার গুরুত্ব অপরিসীম। যদি গবেষণা না হয় শিক্ষায় নতুন জ্ঞান আসবে না। প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও প্রকাশনা মেলা উপলক্ষে বুধবার (৬ নভেম্বর) আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।  

উপাচার্য আরও বলেন, জাতি, সমাজ ও করপোরেট সেক্টরগুলোকে সমৃদ্ধ করতে বিশ্ববিদ্যালয়গুলো কাজ করতে পারবে না। আমাদের এ গবেষণা ও প্রকাশনা মেলা শিক্ষক-গবেষকদের গবেষণায় আরও মনোনিবেশ করতে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাতি গঠন ও দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে যেন অবদান রাখতে পারে সেজন্য শিক্ষক-গবেষকদের প্রতি আহ্বান জানান তিনি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ আবদুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. গোলাম মোহাম্মদ ভূঁইয়া ও রেজিস্টার সৈয়দ ফারুক হোসেন উপস্থিত ছিলেন।

গবেষণা সেলের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) রুনা আক্তার জ্যোতির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রক্টর (ভারপ্রাপ্ত) এস.এম ইউসুফ আলী বক্তৃতা করেন।

আরও পড়ুন: গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে যা জানা গেল

গবেষণা ও প্রকাশনা মেলায় প্রকৌশল অনুষদে প্রথম হয়েছেন ড. মো. রাশিদুল ইসলাম (সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ), দ্বিতীয় মো. হুমায়ন কবির (চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ) এবং ড. মাহমুদুল আলম (সহকারী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ) তৃতীয় হয়েছেন।

আর বিজ্ঞান অনুষদে প্রথম হয়েছেন সুজন কুমার মিত্র (প্রভাষক, পদার্থবিদ্যা), দ্বিতীয় রিপন রায় (সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান, গণিত বিভাগ) এবং ড. মুহাম্মদ শাহজালাল (সহকারী অধ্যাপক, গণিত বিভাগ) তৃতীয় হয়েছেন। জীব ও কৃষি বিজ্ঞান অনুষদে ড. মাহমুদুল হাছান (ভারপ্রাপ্ত পরিচালক, গবেষণা সেল) প্রথম, মো. সাইফুল ইসলাম (সহকারী অধ্যাপক, ফিশারিজ বিভাগ) দ্বিতীয় এবং ড. মোহাম্মদ সাদীকুর রহমান (সহকারী অধ্যাপক, ফিশারিজ বিভাগ) তৃতীয় হয়েছেন।

এদিকে ব্যবসায় শিক্ষা অনুষদে ড. সৈয়দ নাজমুল হুদা (সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান) প্রথম, এস.এম ইউসুফ আলী (ভারপ্রাপ্ত প্রক্টর ও সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ) দ্বিতীয় এবং মো. এনামুল হক (চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ) তৃতীয় স্থান অর্জন করেছেন। এছাড়া সামাজিক বিজ্ঞান অনুষদে মো. অলিউল্লাহ চৌধুরী (প্রভাষক, সমাজকর্ম বিভাগ) প্রথম স্থান অর্জন করেছেন।

অনুষ্ঠানের দ্বিতীয়পর্বে ‘রিসার্চ এথিকস্’ শীর্ষক প্রবন্ধ উত্থাপন করেন অধ্যাপক ড. গোলাম মোহাম্মত ভূঁইয়া। এছাড়া ভার্চুয়ালি অংশ নিয়ে বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগের অতিরিক্ত পরিচালক নাহিদ সুলতানা ‘রিসার্চ ফান্ড ফ্রম ইউজিসি অ্যান্ড ব্যাংক ইন বাংলাদেশ’ প্রবন্ধ উপস্থাপন করেন। আর বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের ভারপ্রাপ্ত পরিচালক ড. মাহমুদুল হাছান ‘হাউ টু গেট রিসার্চ ফান্ড ফ্রম ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল এজেন্সিজ’ শীর্ষক প্রবন্ধ উত্থাপন করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence