ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন শাবিপ্রবির ৪ শিক্ষক

ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন শাবিপ্রবির ৪ শিক্ষক
ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন শাবিপ্রবির ৪ শিক্ষক  © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিভিন্ন অনুষদের চারজন শিক্ষককে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। বুধবার (২২ নভেম্বর) প্রশাসনিক ভবনের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অ্যাওয়ার্ড তাদের হাতে তুলে দেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

অ্যাওয়ার্ডপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, গবেষণায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম শাবিপ্রবি। প্রতিবছর কিউ-১, কিউ-১, স্কোপাস ইনডেক্সসহ বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে আমাদের শিক্ষকদের গবেষণাপত্রগুলো প্রকাশিত হচ্ছে।

তিনি বলেন, আগের তুলনায় গবেষণা বাজেট ৭ গুণ বাড়িয়ে সাড়ে ৮ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। সামনে আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি গবেষণা মান বাড়াতে গবেষণাগার অবকাঠামো তৈরি করা হয়েছে। এছাড়া শিক্ষকদের জন্য টার্নেটিন সফটওয়্যার ব্যবহার, ডিজিটাল লাইব্রেরিসহ বিভিন্ন কিছুর ব্যবস্থা করা হয়েছে।

উপাচার্য বলেন, গবেষণার মান বাড়াতে আমরা ইথিক্যাল বোর্ড করেছি, গবেষণার টাকা খরচে স্বচ্ছতা আনয়নে বোর্ড অব অ্যাকাউন্ট করে দেওয়া হয়েছে। ফলে আমাদের মধ্যে জবাবদিহিতা নিশ্চিত হবে।  

এছাড়া শাবির আন্তর্জাতিক র‌্যাংকিং বাড়াতে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির খ্যাতিসম্পন্ন একজন ডিস্টিংগুইশ অধ্যাপক নিয়োগের কাজ প্রক্রিয়াধীন দেওয়া হবে। পরিশেষে তরুণ জুনিয়র শিক্ষক গবেষণায় উৎসাহিত করতে সামনে তরুণ জুনিয়র ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড দেওয়া হবে বলে জানান তিনি।

গত ১১ নভেম্বর ভার্চ্যুয়ালি অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের অন্তর্ভুক্ত ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের (এফইটি) বিভাগের সহযোগী অধ্যাপক মো. আফজাল হোসাইন, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের অন্তর্ভুক্ত ওশেনোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক মো. সোলাইমান হোসাইন, স্যোশাল সায়েন্সেস অনুষদের অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, লাইফ সায়েন্সেস অনুষদের অন্তর্ভুক্ত জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধানকে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়। বুধবার তাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন উপাচার্য।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন। এ সময় অন্যদের মধ্যে সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, অধ্যাপক ড. মুশতাক আহমেদ, অধ্যাপক ড. এ জেড এম মঞ্জুর রশিদ, অধ্যাপক ড. মো. হান্নান, অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence