আবাসনের ব্যবস্থা হলো শাবিপ্রবির ৪৮০ ছাত্রীর
- শাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩, ০৮:০৫ AM , আপডেট: ১৩ নভেম্বর ২০২৩, ০৮:০৫ AM
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রীদের তৃতীয় হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের যাত্রা শুরু হয়েছে। রোববার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে হলটির উদ্বোধন (সফট ওপেনিং) করেন। হলটিতে চারটি ব্লকের ১২০টি কক্ষে ৪৮০ জন ছাত্রী থাকতে পারবেন।
হলটির প্রভোস্ট অধ্যাপক ড. চন্দ্রানী নাগ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভিন।
অনুষ্ঠানের শুরুতে সবাইকে নিয়ে উপাচার্য ফিতা কেটে হল খুলে দেন। পরে হলের অভ্যন্তরে বিভিন্ন ব্লক, ডাইনিং, ক্যান্টিন, পার্লারসহ আশপাশ পরিদর্শন শেষে মাঝখানে খালি জায়গায় বৃক্ষরোপণ করেন।
হলটিকে সব সময় সবুজায়ন রাখার নির্দেশনা দিয়ে উপচার্য বলেন, এ হলটি অনেক সুন্দর। এর পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। হলটির নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো পড়ুন: শীত ও গ্রীষ্মকালীন ছুটি বাতিলের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ঢাবি
হলের প্রভোস্ট অধ্যাপক ড. চন্দ্রানী নাগ বলেন, এ হলটিতে চারটি ব্লক মিলিয়ে ১২০টি কক্ষ রয়েছে। এর ছাত্রী ধারণ ক্ষমতা ৪৮০ জন। শিক্ষার্থীদের সুবিধার্থে হলটি চালু করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলটি আবার উদ্বোধন করবেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন হলের প্রভোস্ট, প্রধান প্রকৌশলী, সহকারী প্রক্টর ও সহকারী প্রভোস্ট, প্রকৌশল দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও হলের কর্মকর্তা কর্মচারীসহ অনেকে উপস্থিত ছিলেন।