শাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি রুদ্র, সম্পাদক নাঈম

রুদ্র-নাঈম
রুদ্র-নাঈম  © সম্পাদিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের  ২০২৩-২৪ সেশনের ১৯তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কন্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নুরুল ইসলাম রুদ্র ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাসান নাঈম।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. মো. শাহজাহান মিয়া এবং সহকারী অধ্যাপক মাজেদুল ইসলাম খান।

কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি দৈনিক কালবেলার রাহাত হাসান মিশকাত, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের জুবায়েদুল হক রবিন, কোষাধ্যক্ষ দৈনিক আজকের পত্রিকার তানভীর হাসান, দপ্তর সম্পাদক জাগোনিউজের নাঈম আহমদ শুভ। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে দৈনিক অধিকারের আদনান হৃদয়, দৈনিক যুগভেরীর সাগর হাসান শুভ্র এবং দৈনিক সিলেট বাণীর নুর আলম নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: ঢাবিতে প্রাইভেট কারের ধাক্কায় রিকশা চালকসহ আহত ৩ 

ফলাফল ঘোষণাকালে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মুহসিন আজিজ খান, শাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল হাকিম, প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবু সাঈদ আঁরফিন খান, সহকারী প্রক্টর মোহাম্মাদ মিজানুর রহমান, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, সদ্য সাবেক সভাপতি নাজমুল হুদা, সহ-সভাপতি রাশেদুল হাসান, সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদ, প্রেসক্লাবের সাধারণ সদস্যবৃন্দ ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ফলাফল ঘোষণা শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের শুভেচ্ছা জানিয়ে সদস্যদের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, প্রথম ছাত্রীহলের প্রভোস্ট অধ্যাপক ড. জায়েদা শারমিন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence