নবীন শিক্ষার্থীদের র‍্যাগ দিলে স্থায়ী বহিষ্কার করবে শাবিপ্রবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে আগামীকাল ৩১ আগস্ট (বৃহস্পতিবার) থেকে। ইতিমধ্যে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানিয়েছেন, এসব শিক্ষার্থীদের র‌্যাগ দিলে অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করা হবে।

চতুর্থ বারের মতো এবারও ডোপ টেস্টের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হয়। শিক্ষার্থী মাদকাসক্ত কী না সেটি যাচাই করার জন্য এ টেস্ট করা হয় ভর্তিচ্ছুদের। গত ২৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনের প্রথমবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো কবির হোসেন।

তিনি জানিয়েছেন, অত্যন্ত সুন্দরভাবে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থীরা মাদকাসক্ত কী-না সেটি নির্ণয় করে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হয়। কোনো মাদকাসক্ত শিক্ষার্থীকে আমরা ভর্তি করিনি।

শাবিপ্রবিতে ডোপ টেস্ট দিয়ে ভর্তি হচ্ছেন শিক্ষার্থীরা

এবারের চূড়ান্ত ভর্তি কার্যক্রম ২৭, ২৮ ও ২৯ আগস্ট সম্পন্ন হয়। প্রতিদিন তিন ধাপে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হয়েছে। এবারের ভর্তিতে শিক্ষার্থীদের কাছ থেকে ১২ হাজার ২৫০ টাকা করে নিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

আমরা এখন থেকেই ক্যাম্পাসে, হলে ও আশেপাশে সার্বক্ষণিক নজর রাখবো। কোথাও এরূপ কোনো ঘটনা ঘটলে অভিযুক্তদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। -উপাচার্য

আজ বুধবার (৩০ আগস্ট) সকাল ও বিকেল- দুই সেশনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হবে। সকাল ১০টা এ ইউনিট এবং বিকাল আড়াইটায় বি ও সি ইউনিটে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হবে। পরের দিন থেকে বিভাগগুলোতে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

র‍্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে শাবিপ্রবি উপাচার্য বলেন, নবীনদের প্রতি আহ্বান থাকবে, তাদের কোনো সিনিয়র হলে কিংবা মেসে ডাকলে তারা যাতে সেখানে না যায়। তবুও কেউ এমন পরিস্থিতির মধ্যে পড়লে তারা যেন প্রক্টর কিংবা হটলাইন নম্বরে যোগাযোগ করে। আমরা এখন থেকেই ক্যাম্পাসে, হলে ও আশেপাশে সার্বক্ষণিক নজর রাখবো। কোথাও এরূপ কোনো ঘটনা ঘটলে অভিযুক্তদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য আরও বলেন, নবীন শিক্ষার্থীরা অনেক স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে। আসার শুরুতেই তারা সিনিয়রদের সঙ্গে পরিচয় পর্বের (র‍্যাগিং) নামে ভয়ঙ্কর এক ছোবলে পড়ে। এতে মানসিক, শারীরিক ও বিভিন্নভাবে হেনস্তার শিকার হয় তারা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence