ভারী বর্ষণে স্থগিত চুয়েটের টার্ম ফাইনাল পরীক্ষা

চুয়েট
চুয়েট  © সংগৃহীত

ভারি বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২০ ব্যাচের টার্ম ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার (৭ আগস্ট) বিভাগীয় প্রধান নূর মোহাম্মদের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে ১৬ আগস্ট পরীক্ষাটি নেয়া হবে বলে ঘোষণা করা হয়। 

এ বিষয়ে পরীক্ষা কমিটি চেয়ারম্যান এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রধান নূর মোহাম্মদ গণমাধ্যমকে জানান, ‘বৈরী আবহাওয়া, জলাবদ্ধতা ও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আজকের পরীক্ষাটির তারিখ পরিবর্তন করা হয়েছে। তবে ক্লাস হবে কি না, এ সিদ্ধান্ত আমি একা দিতে পারি না। আজ উপাচার্যসহ সব অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানদের সভা ডাকা হয়েছে। সেখানে কোনো সিদ্ধান্ত এলে জানানো হবে।’

আরও পড়ুন: এইচএসসি পেছানোর দাবিতে আন্দোলনে নামা ৬ শিক্ষার্থী আটক

এছাড়াও অতি বর্ষণের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্লাস পরীক্ষা ৮-১০ আগস্ট পর্যন্ত ৩ দিন বন্ধ ঘোষণা সহ নগরীর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনস্থ সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। 

নগরীর চকবাজার, কাতালগঞ্জ, কাপাসগোলা, বাদুরতলা, শুলকবহর, বহদ্দারহাট, মুরাদপুর, মোহাম্মদপুর, বাকলিয়ার নিঁচু এলাকা, চান্দগাঁওয়ের শমসের পাড়া, ফরিদার পাড়া, পাঠাইন্যাগোদা, মুন্সীপুকুর পাড়, হালিশহর, হালিশহর আবাসিক কে ব্লক, আই ব্লক, আগ্রাবাদ সিডিএ, শান্তিবাগ আবাসিক এলাকা, ছোটপোল, ফিরিঙ্গিবাজার, রিয়াজ উদ্দিন বাজার, তিন পোলের মাথা, বিমানবন্দর সড়কের ড্রাইডকের সামনের রাস্তাসহ নগরীর অসংখ্য অলিগলি পানিতে তলিয়ে যায়। পাশাপাশি বিগত তিনদিনের ন্যায় এদিনও খাতুনগঞ্জে ভোগ্যপণ্যের পাইকারি বাজারের আড়তগুলোতে পানি ঢুকে পেড়ে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামসহ বিভিন্ন বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। সোমবার বিকেল ৩টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence