বুয়েটে ভর্তি তিন ধাপে, ওয়েটিং লিস্টের জন্য নির্দেশনা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত এবং অপেক্ষমান (ওয়েটিং লিস্ট) প্রার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। মেধাতালিকা ও পছন্দক্রম অনুসারে প্রার্থীদের বিভাগ বন্টনও ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ওয়েবসাইটে প্রকাশিক বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তিনটি ধাপ অনুসরণ করতে হবে। সেগুলো হলো স্বাস্থ্য পরীক্ষা, ভর্তি ফি প্রদান এবং মূল সনদ, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও ভর্তি ফি’র রশিদ জমা প্রদান সাপেক্ষে ভর্তি নিশ্চিতকরণ।

প্রথম ধাপ: স্বাস্থ্য পরীক্ষা
ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত তালিকাভুক্ত প্রার্থীদের বুয়েটের ওয়েবসাইটে প্রদত্ত ‘Medical Screening Form for Admission’ এর পিডিএফ ফাইলটি প্রিন্ট করার পর হাতে পূরণ করতে হবে। উক্ত ফর্মের প্রথম অংশটি প্রার্থী নিজেই পূরণ করবেন। দ্বিতীয় অংশটি প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা এবং সংশ্লিষ্ট ল্যাবরেটরির রিপোর্ট মূল্যায়ন পূর্বক একজন রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক পূরণ করতে হবে। দ্বিতীয় অংশের স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসক অথবা সংশ্লিষ্ট হাসপাতালের ফি এবং ল্যাবরেটরি রিপোর্টের ফি সংশ্লিষ্ট প্রার্থীকেই বহন করতে হবে।

স্বাস্থ্য পরীক্ষায় যদি দৃষ্টিশক্তির ত্রুটি ধরা পরে, তাহলে সাত দিনের মধ্যে পুনঃপরীক্ষা করা যেতে পারে। অন্যান্য অস্থায়ী অনুপযুক্ততা হলো হাইড্রোসিল, হার্নিয়া ইত্যাদি এক মাসের মধ্যে পুনঃপরীক্ষার জন্য বিবেচিত হতে পারে। এ ধরনের অসুস্থতা পুনঃপরীক্ষার প্রয়োজন হলে প্রার্থীর নিজস্ব খরচে যেকোন বিশেষজ্ঞ চিকিৎসকের মতামতের জন্য বুয়েটের প্রধান চিকিৎসক সুপারিশ করতে পারেন।

তবে এই সুপারিশ ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি কমিটির সভাপতি কর্তৃক অনুমোদিত হতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ে প্রার্থীকে পূরণকৃত ‘Medical Screening’ ফর্ম, ল্যাবরেটরি রিপোর্ট এবং প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য কাগজপত্র সশরীরে উপস্থিত হয়ে জমা দিতে হবে।

দ্বিতীয় ধাপ: ভর্তি ফি প্রদান
প্রকৌশল অনুষদসমূহের বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ভর্তির জন্য ৭ হাজার ১৫০ টাকা এবং স্থাপত্য বিভাগে ভর্তির জন্য ৭ হাজার ২০০ টাকা ফি জমা দিতে হবে।

তৃতীয় ধাপ: মূল সনদ, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং ভর্তি ফি এর রশিদ জমা প্রদান সাপেক্ষে ভর্তি নিশ্চিতকরণ
.ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত তালিকাভুক্ত প্রার্থীদের নির্ধারিত স্থান, তারিখ ও সময়ে সশরীরে উপস্থিত হতে হবে এবং নিম্নবর্ণিত প্রক্রিয়াসমূহ ক্রমানুসারে অনুসরণ করতে হবে-
ক. সনদ ও দলিলাদি যাচাই এবং জমা প্রদান
খ. স্বাস্থ্য পরীক্ষার ছাড়পত্র গ্রহণ
গ. ভর্তি ফি জমা প্রদান

নির্ধারিত বুথে নিম্নলিখিত দলিলাদি জমা দিতে হবে

i. মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/দাখিল অথবা সমমানের পরীক্ষার মূল সনদ এবং ফটোকপি (এক কপি)
ii. মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/দাখিল অথবা সমমানের পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট বা গ্রেডশীট এবং ফটোকপি (এক কপি)
iii. উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/আলিম অথবা সমমানের পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট বা গ্রেডশীট এবং ফটোকপি (এক কপি)

ফটোকপি সত্যায়ন করার প্রয়োজন নেই। এই সময়ে প্রদানকৃত ছাত্র/ছাত্রীদের মূল ট্রান্সক্রিল্ট/ গ্রেডশীট ও সনদ ভর্তি কমিটিসমূহের সভাপতির অফিসে জমা রাখা হবে। জমা গ্রহণের পর ভর্তি/ভর্তির যোগ্যতা বাতিল ব্যতিরেকে এ সব কাগজপত্র সাময়িকভাবে ফেরৎ কিংবা ফটোকপি প্রদান করা হবে না।

সংরক্ষিত আসনের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত তালিকাভুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থীদেরকে তাদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রমাণস্বরূপ দলিলাদি জমা দিতে হবে। সনদ, ট্রান্সক্রিন্ট এবং অন্যান্য দলিলাদির জমা দানের পর নির্দিষ্ট মেডিক্যাল বুথে স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্ধারিত ‘Medical Screening Form for Admission’ এর পুরণকৃত কপি, ল্যাবরেটরি রিপোর্ট এবং অন্যান্য কাগজপত্র (প্রয়োজন সাপেক্ষে) জমা দিতে হবে।

মেডিক্যাল অফিসারের ছাড়পত্র পাওয়ার পর ভর্তি ফি এর পে অর্ডারের/ ডিমান্ড ড্রাফট এর মূল কপিসহ তিনটি কপি নির্ধারিত বুথে জমা দিতে হবে। উপরোক্ত প্রক্রিয়াসমূহ সঠিকভাবে সম্পাদন করার পর ভর্তি নিশ্চিত করা হবে।

অপেক্ষমান তালিকাভুক্ত প্রার্থীদের জন্য
অপেক্ষমান তালিকাভুক্ত প্রার্থীদের নির্ধারিত স্থান, তারিখ ও সময়ে শুধুমাত্র ভর্তি নিশ্চিতকরণের জন্য উপস্থিত হতে হবে। উক্ত তালিকাভুক্ত প্রার্থীদের মূল সনদ ও অন্যান্য দলিলাদি সাথে নিয়ে আসতে হবে। উক্ত দিনে যেসব প্রার্থী অপেক্ষমান তালিকা থেকে প্রাথমিকভাবে ভর্তির জন্য নির্বাচিত হবেন, তাদের সনদ ও অন্যান্য দলিলাদি যাচাইয়ের পর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হবে।

স্বাস্থ্য পরীক্ষার ছাড়পত্র নিশ্চিত হলে তাৎক্ষণিকভাবে ভর্তি ফি জমা প্রদানের জন্য প্রস্তুত থাকতে হবে। ফি প্রদানের পর রশিদের মূল কপিসহ তিনটি কপি নির্ধারিত বুখে জমা দিতে হবে। উপরোক্ত প্রক্রিয়াসমূহ সঠিকভাবে সম্পাদন করার পর ভর্তি নিশ্চিত করা হবে।

এ বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence