করিমগঞ্জ মডেল মসজিদের সামনে ভোটের গাড়ি’ © টিডিসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জে করিমগঞ্জে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র মাধ্যমে প্রচারণা। বুধবার (২৮ জানুয়ারি) সকালে ১০টার দিকে করিমগঞ্জ মডেল মসজিদের সামনে এ উপলক্ষে আয়োজিত ভিডিও প্রদর্শনী অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার।
সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির, উপজেলা প্রকৌশলী শফিকুর রহমান ভূইয়া, উপজেলা নির্বাচন অফিসার তপন চন্দ্র শীল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ আকন্দ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দুলাল সিকদার, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি হাবিবুর রহমান বিপ্লব, বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্ন স্তরের জনগন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ভ্রাম্যমাণ ভোটের গাড়ির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধাদের ভূমিকা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং ফেলানী হত্যাকাণ্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে নির্মিত পাঁচটি পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট (পিএসএ) ভিডিওর মাধ্যমে অতীতের গণতন্ত্রহীনতা, সীমান্ত হত্যা এবং তরুণ ও নারীদের বঞ্চনার ইতিহাস তুলে ধরা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহনকারী ওষুধ কোম্পানিতে কর্মরত হেলাল উদ্দিন ভূঁইয়া তার প্রতিক্রিয়ায় জানান, জনগণ ‘হ্যা’ ভোটের পক্ষেই অবস্থান নেবে। তবে তিনি গণভোটের সর্বজনীন প্রচার দাবি করেন।
১০টি ‘ভোটের গাড়ি’ সারা দেশে গণভোট ও নির্বাচন বিষয়ক প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে আয়োজকরা জানিয়েছেন।