৫০তম বিসিএস
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন © সংগৃহীত
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আবেদনকারী রাজধানীর এক কেন্দ্রের প্রার্থীদের নতুন করে প্রবেশপত্র ডাউনলোডের নির্দেশনা দিয়েছে পিএসসি। বুধবার (২৮ জানুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক ক্যাডার মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আসন ব্যবস্থা, সময়সূচি ও পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নির্দেশনা গত ২৬ জানুয়ারি বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। যান্ত্রিক সমস্যার কারণে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের রেজিস্ট্রেশন নম্বরের রেঞ্জ (১১০২৫১০১-১১০২৬৭৪০) মুদ্রণ ত্রুটিপূর্ণ হয়েছে।
এতে আরও বলা হয়, এই রেঞ্জের রেজিস্ট্রেশন নম্বরধারী যে সকল পরীক্ষার্থী ইতোমধ্যেই প্রবেশপত্র ডাউনলোড করেছেন, তাদেরকে পুনরায় বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) হতে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অনুরোধ করা হলো।
