প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৩.২১ শতাংশ

  © টিডিসি ছবি

প্রকৌশল গুচ্ছের ২০২২-২৩ সেশনের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। আজ শনিবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্ব স্ব ক্যাম্পাসে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে গড় উপস্থিতির হার ছিল ৮৩ দশমিক ২১ শতাংশ।

এদিন চুয়েট, কুয়েট ও রুয়েটের বিভিন্ন কেন্দ্রে 'ক' গ্রুপের ভর্তি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হয় দুপুর সাড়ে ১২টায়। এছাড়া 'খ' গ্রুপের (কেবলমাত্র আর্কিটেকচার বিভাগে ভর্তির জন্য) প্রার্থীদের ভর্তি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা ৪৫ মিনিটে শেষ হয়। 

আরো পড়ুনঃ জাবিতে গেস্টরুমে নির্যাতন: ৮ ছাত্রলীগ নেতার নামে হত্যাচেষ্টা মামলা

এবারের ভর্তি পরীক্ষায় চুয়েট, কুয়েট ও রুয়েট কেন্দ্রে অংশগ্রহণের জন্য ২৪ হাজার ৯৮০ শিক্ষার্থী মনোনীত হয়েছে। এদের মধ্যে ভর্তি পরীক্ষায় সর্বমোট ৮৩.২১ শতাংশ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে। যার মধ্যে রুয়েট কেন্দ্রে ৮৫.০৫ শতাংশ, কুয়েট কেন্দ্রে  ৮৩.৪৩ শতাংশে এবং চুয়েট কেন্দ্রে অংশগ্রহণ করেছে ৮১.১৮ শতাংশ ছাত্র-ছাত্রী। 

কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান রুয়েট কেন্দ্রের পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন রুয়েটের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও আঞ্চলিক ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মো. শহীদ-উজ-জামান। পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার এবং রোভার স্কাউট সদস্যরাও নিয়োজিত ছিল।

এদিকে সকাল থেকে ভর্তি পরীক্ষার্থী এবং অভিভাবকদের পদচারনায় চুয়েট, কুয়েট ও রুয়েট ক্যাম্পাস মুখরিত হয়ে উঠেছিল। ভর্তি পরীক্ষা চলাকালে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়নি। ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) যন্ত্রকৌশল অনুষদের ডিন ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান এবং রুয়েটের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও আঞ্চলিক ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. সেলিম হোসেন সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence