ইন্টারন্যাশনাল কনফারেন্সে অংশ নিলেন বিডিইউর ৩ শিক্ষার্থী

১৬ জুন ২০২৩, ০৩:৪৬ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৬ PM
‘টিম এডুএসিস্ট’ এর তিন শিক্ষার্থী

‘টিম এডুএসিস্ট’ এর তিন শিক্ষার্থী © টিডিসি ছবি

স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব এভারডিনে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল হায়ার এডুকেশন টিচিং লার্নিং কনফারেন্স-২০২৩’ এ অংশগ্রহণ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ) এর শিক্ষা প্রযুক্তি বিভাগের শিক্ষার্থীদের দল ‘টিম এডুএসিস্ট’। গত মঙ্গলবার (১৩ জুন) ‘রি-ইমাজিনিং এডুকেশন:কোলাবোরেশন অ্যান্ড কমপ্যাশন’ শিরোনামে এই কনফারেন্সটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রযুক্তি বিভাগের তিন শিক্ষার্থী মো. আয়মান আসিফ, মো. মুরাদ হাসান এবং কে এম বদরুদ্দোজা-র সমন্বয়ে গঠিত ‘টিম এডুএসিস্ট’ এই কনফারেন্সে ভার্চুয়ালি অংশগ্রহণ করেছেন। 

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর শিক্ষা প্রযুক্তি বিভাগের এই তিন শিক্ষার্থীর “এডুএসিস্ট: এ টেকনোলজি-বেজড ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট ফর দ্যা স্টুডেন্ট উইথ স্পেসিফিক ডিজেবলস্” শিরোনামে একটি লিখিত গবেষণাপত্র এই কনফারেন্সে জন্য নির্বাচিত হয়। পরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য এমন উদ্ভাবনমূলক এই কাজের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশের শিক্ষা প্রযুক্তি বিভাগের শিক্ষার্থীদের এই দলটিকে যুক্তরাজ্যের স্কটল্যান্ডে সরাসরি আমন্ত্রণ জানানো হয়। সরাসরি অংশগ্রহণ করতে না পারায় ‘টিম এডুএসিস্ট’ ভার্চুয়ালি তাদের প্রজেক্ট এডুএসিস্ট সম্পর্কে সারাবিশ্বের মানুষের সামনে তুলে ধরেন। 

এমন উদ্ভাবনী কাজে সর্বাত্মক সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদানের জন্য টিম এডুএসিস্ট এর সদস্যরা বিডিইউ এর উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, পিইঞ্জ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান। একইসাথে তারা শিক্ষা প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান মো. আশরাফুজ্জামান প্রতি কৃতজ্ঞতা জানান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ধন্যবাদ জানান।

উত্তরায় কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে তিন ইউনিট
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভোলায় হাতপাখার নারী কর্মীদের ওপর জামায়াত কর্মীদের হামলা, আহ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
নির্বাচিত হলে কওমী মাদরাসা শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করা হ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত শতাধিক
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভোটাধিকার রক্ষায় সর্বোচ্চ ভোটার উপস্থিতির আহ্বান হাবিবের
  • ২৮ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের পাশে বসা নিয়ে ট্রল, ব্যাখ্য দিলেন ছাত্রদলের র…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage