মানসিক চাপ আর বিষণ্ণতায় শাবিপ্রবি শিক্ষার্থীর আত্মহত্যা
- শাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০২ PM , আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০২ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গণিত বিভাগের মিনহাজুল আবেদীন নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। মিনহাজুল শাবিপ্রবির গণিত বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। এছাড়াও তিনি শাবির রোবটিক্স বিষয়ক সংগঠন ‘রোবোআড্ডা’র প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ওই শিক্ষার্থী নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রশীদ। মিনহাজুল যশোরের মনিরামপুর থানার সালামতপুরের মো. ফারুক উদ্দিনের ছেলে।
তার মায়ের বরাত দিয়ে অধ্যাপক মাহবুবুর রশীদ জানান, মিনহাজুলের মা আজ সকালে কল দিয়ে জানিয়েছেন সে (মিনহাজুল) আত্মহত্যা করেছে। তিনি জানান, বাড়িতে যাওয়ার পরপরই সে ফেসবুকে কয়েকবার আত্মহত্যা করার মতো করে হতাশা ও বিষণ্ণতা বিষয়ক পোস্ট করে ছিল। এরপর তার মায়ের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, খোঁজ নিয়েছি। তার মায়ের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ ছিল।
এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষক জানান, গত কয়েকদিন আগে ফেসবুকে সে একটি হতাশার পোস্ট দেওয়ার পর তাকে কাউন্সিলিংয়ের জন্য তার মাকে বলেছিলাম। তার মা জানিয়েছিল, ‘ডাক্তার দেখে গেছে, সে ঘুমাচ্ছে।’ এরপর আজ সকালে তার মা জানালো যে, ‘সে আত্মহত্যা করেছে।’
বিষণ্ণতা, মানসিক চাপসহ নানা কারণে মিনহাজুলের আত্মহত্যা জানিয়ে সহপাঠী ওমর ফারুক জানান, সে ‘রোবোআড্ডায়’ সময় দিতে গিয়ে পড়ালেখায় মনোযোগ দিতে পারেনি। বিভাগের কয়েকটি কোর্স ড্রপ দিয়েছিল। এছাড়াও তার বিষণ্ণতার জন্য প্রেম-ঘটিত কারণও রয়েছে।