১৫ ডিসেম্বরের মধ্যে পে-স্কেলের সুপারিশ নিয়ে যা বলছে কমিশন

জাতীয় বেতন কমিশন
জাতীয় বেতন কমিশন  © ফাইল ছবি

আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নবম পে-স্কেলের সুপারিশ প্রণয়নের সময়সীমা বেধে দিয়েছেন সরকারি কর্মচারীরা। তবে এই সময়সীমার মধ্যে কমিশনের সুপারিশ জমা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে কমিশন।

শনিবার (০৬ ডিসেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে কমিশনের এক সদস্য এ তথ্য জানিয়েছেন। তবে ওই সদস্য তার নাম প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেছেন।

নাম অপ্রকাশে অনিচ্ছুক কমিশনের ওই সদস্য বলেন, ‘প্রতিবেদন তৈরি ও দাখিল সময় বেধে দিয়ে হয় না। চূড়ান্ত প্রতিবেদন তৈরির কাজ চলমান রয়েছে। লেখালিখি চলছে, খুব দ্রুত সময়ের মধ্যেই সুপারিশ জমা দেবে কমিশন।’

এর আগে প্রথম দফায় গত ৩০ নভেম্বর কমিশনকে নতুন পে স্কেলের জন্য সুপারিশ জমা দিতে সময় বেধে দিয়েছিলেন সরকারি কর্মচারীরা। তবে ওই সময়ের মধ্যে সুপারিশ জমা দিতে পারেনি কমিশন। এর প্রতিবাদে গতকাল শুক্রবার শহীদ মিনারে মহাসমাবেশ করেন সরকারি চাকরিজীবীরা। সমাবেশ থেকে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেলের জন্য গেজেট প্রকাশ করে জানুয়ারি ২০২৬ সাল থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের আল্টিমেটাম দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হলে ১৭ ডিসেম্বর কঠোর কর্মসূচি ঘোষণা করবে কর্মচারী সংগঠনগুলো।


সর্বশেষ সংবাদ