রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ © টিডিসি ফটো
ইসরায়েলি হামলার প্রতিবাদে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র প্রতি সংহতি ও ফিলিস্তিনে মানবিক সহায়তা যাত্রায় সমর্থন জানিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৪টা ৪৫ মিনিটে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখার আয়োজনে এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র প্রতি সংহতি ও ফিলিস্তিনে মানবিক সহায়তা যাত্রায় সমর্থনে বিকেল ৪টা ৪৫ মিনিটে রাজধানীল সায়েন্সল্যাব থেকে তাদের কর্মসূচি শুরু করে সংগঠনটি। পরে বিক্ষোভ মিছিলটি শাহবাগে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় বিক্ষোভে ছাত্রশিবিরের কেন্দ্রীয়, মহানগর, ও বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: গাজা ও সুমুদ ফ্লোটিলার সমর্থনে রাজধানীতে নামছে ছাত্রশিবির
সমাবেশে শিবির নেতৃবৃন্দ বলেন, ‘ফিলিস্তিনের নিরস্ত্র মানুষের ওপর ইসরায়েল যে নৃশংসতা চালাচ্ছে, তা মানবতার বিরুদ্ধে ঘৃণ্য অপরাধ। এই দখলদার রাষ্ট্র আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং মানবিকতার সব সীমা লঙ্ঘন করছে। আমরা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র সাহসী পদক্ষেপকে স্বাগত জানাই এবং তাদের প্রতি পূর্ণ সংহতি জানাই। ফিলিস্তিনে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার এই প্রচেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি বার্তা; নিপীড়নের বিরুদ্ধে বিশ্ববাসী নিরব নয়।’
তারা আরও বলেন, ‘বাংলাদেশের জনগণ সবসময় ফিলিস্তিনের ন্যায্য অধিকার ও স্বাধীনতার সংগ্রামে পাশে ছিল, আছে এবং থাকবে। ছাত্রশিবির সেই ঐতিহাসিক অবস্থানেরই ধারাবাহিকতা বজায় রেখে আজকের এই কর্মসূচি পালন করছে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাই, ইসরায়েলের বর্বরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিন এবং ফিলিস্তিনে টেকসই শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসুন।’