৯৫ সরকারি কলেজের অধ্যক্ষদের বেতন এখন ৩য় গ্রেডে

শিক্ষা মন্ত্রনালয়
শিক্ষা মন্ত্রনালয়  © সংগৃহীত

৯৫ জন সরকারি কলেজের অধ্যক্ষের পদকে ৪র্থ গ্রেড থেকে তৃতীয় গ্রেডে উন্নীত করা হয়েছে। ইতিপূর্বে শিক্ষা ক্যাডারে ৩য় গ্রেডে উন্নীত হওয়ার সুযোগ ছিল না। আজ প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এর অনুমোদন দেয়া হয়।

উল্লেখ্য বি.সি.এস (সাধারণ শিক্ষা) ক্যাডারের অধ্যাপকের বিদ্যমান পদটি ৪র্থ গ্রেডের এবং সিলেকশন গ্রেডের মাধ্যমে  ৩য় গ্রেডে যাওয়ার সুযোগ ছিল না। সরকারি কলেজসমূহের মধ্যে অর্নাস এবং অনার্স-মার্স্টাস কলেজের বিভাগীয় প্রধানের পদটিও ৪র্থ গ্রেডের অধ্যাপক পদমর্যাদার, আবার অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদটিও ৪র্থ গ্রেডের অধ্যাপক পদমর্যাদার। তাই প্রশাসনিক ভারসাম্য আনয়ন ও শৃঙ্খলার স্বার্থে বিভাগীয় শহরের ০৯টি কলেজ ও অন্যান্য জেলার ৮৬টি কলেজ মোট ৯৫ (পঁচানব্বই) টি কলেজের অধ্যক্ষ পদের বেতন গ্রেড জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ৪র্থ গ্রেড থেকে ৩য় গ্রেডে উন্নীত করা হয়েছে।

কলেজগুলো হলো বিভাগীয় নয়টি কলেজের মধ্যে রয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, আনন্দ মোহন কলেজ, চট্টগ্রাম কলেজ, এমসি কলেজ, রাজশাহী কলেজ, কারমাইকেল কলেজ, সরকারি বিএল কলেজ ও সরকারি বিএম কলেজ।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়সীমা বাড়ছে

জেলা পর্যায়ের কলেজগুলোর মধ্যে রয়েছে সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, তোলারাম কলেজ, দেবেন্দ্র কলেজ, হরগঙ্গা কলেজ, ভাওয়াল বদরে আলম, টঙ্গী সরকারি কলেজ, নরসিংদী কলেজ, শহীদ আসাদ কলেজ, রাজবাড়ী কলেজ, রাজেন্দ্র কলেজ, সারদা সুন্দরী, বঙ্গবন্ধু কলেজ, শরীয়তপুর কলেজ, নাজিমউদ্দিন কলেজ, গুরুদয়াল কলেজ, কিশোরগঞ্জ মহিলা, মুমিনুন্নেসা কলেজ, নেত্রকোনা কলেজ, আশেক মাহমুদ কলেজ, শেরপুর কলেজ, সা’দত কলেজ, এমএম আলী কলেজ, কুমুদিনী কলেজ, বরিশাল মহিলা, সৈয়দ হাতেম আলী, সোহরাওয়ার্দী কলেজ (পিরোজপুর), ভোলা কলেজ, পটুয়াখালী কলেজ, রাজশাহী সিটি কলেজ, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ, নবাবগঞ্জ কলেজ, নওগাঁ কলেজ, সাপাহার কলেজ, নবাব সিরাজ-উদ-দৌলা কলেজ, আযীযুল হক কলেজ, এডওয়ার্ড কলেজ, ঈশ্বরদী কলেজ, শহীদ বুলবুল কলেজ, সিরাজগঞ্জ কলেজ, ইসলামিয়া কলেজ, আকবর আলী কলেজ, রংপুর কলেজ, গাইবান্ধা কলেজ, কুড়িগ্রাম কলেজ, নীলফামারী কলেজ, লালমনিরহাট কলেজ, দিনাজপুর কলেজ, ঠাকুরগাঁও কলেজ, খুলনা কলেজ, সুন্দরবন আদর্শ কলেজ, পাইওনিয়ার আদর্শ কলেজ, যশোর সিটি কলেজ, কেসি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ (মাগুরা) কুষ্টিয়া কলেজ, চুয়াডাঙ্গা কলেজ, সাতক্ষীরা কলেজ, সাতক্ষীরা মহিলা কলেজ, পিসি কলেজ, হাজী মুহাম্মদ মহসিন কলেজ (চট্টগ্রাম), চট্টগ্রাম সিটি কলেজ, পটিয়া কলেজ, কক্সবাজার কলেজ, রাঙামাটি কলেজ, খাগড়াছড়ি কলেজ, বান্দরবান কলেজ, নোয়াখালী কলেজ, ফেনী কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া, ব্রাহ্মণবাড়িয়া কলেজ, চাঁদপুর কলেজ, লক্ষ্মীপুর কলেজ, বৃন্দাবন কলেজ, মৌলভীবাজার কলেজ ও সুনামগঞ্জ কলেজ।


সর্বশেষ সংবাদ