মুজিববর্ষে নতুন একাডেমিক ভবন পাচ্ছে ৩৩৫ শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর  © ফাইল ফটো

মুজিববর্ষ উপলক্ষে দেশের বিভিন্ন জেলার ৩৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন একাডেমিক ভবন নির্মাণ করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই প্রকল্প বাস্তবায়ন করবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

জানা গেছে, নতুন একাডেমিক ভবন পেতে যাওয়া ৩৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে স্কুল ১০০টি, ১০০টি কলেজ, ১০০টি মাদ্রাসা এবং ৩৫টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। এগুলোর মধ্যে কোনোটি তিনতলা আবার কোনটি পাঁচতলা ভবন।

সূত্র জানায়, নতুন একাডেমিক ভবনের কার্যক্রম গতিশীল করতে গত ১০ মাসে ১১ দফা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের পদোন্নতি দেয়া হয়েছে। এর মধ্যে দুইজন প্রকৌশলীকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী করা হয়েছে। আর একজনকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চলতি দায়িত্ব দেয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মুজিববর্ষেই ৩৩৫টি প্রতিষ্ঠান নতুন একাডেমিক ভবন পাবে। ভবনগুলোর উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় চাওয়া হয়েছে। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence