অটোপাস নিয়ে শিক্ষামন্ত্রী— ‘তোমরা তো ২০২০ ব্যাচ, পরীক্ষা দিয়ে পাস করনি’

৩০ সেপ্টেম্বর ২০২০, ০৪:০৩ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

এইচএসসি পরীক্ষা সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, আমাদের ১৬ আনা প্রস্তুতি আছে। প্রশ্নপত্রও রেডি  এবং তা জায়গামতো আছে। কারণ, আমরা পরীক্ষা নেয়ার আগ মুহুর্তে এটি বাতিল করেছি।

বুধবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিয়কালে তিনি এই কথা বলেন।

মন্ত্রী বলেন, অনেকেই পরীক্ষা ছাড়াই মূল্যায়ন চায়। এটা নিয়ে আমাদের কাছে অনেক ই-মেইলও এসেছে। তারা আগের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অটো পাস চেয়েছেন। এটা একটা অপশন। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তাদেরকে কিছুদিন পর পরীক্ষার হলে যেতেই হবে। তাই এটাকে আমরা নাকচ করে দিচ্ছি। তাছাড়া ভবিষ্যতে শিক্ষার্থীদের এমন কথাও শুনতে হবে ‘ওহ! তোমরা তো ২০২০ ব্যাচ। তুমি তো পরীক্ষা দিয়ে পাস করোনি। তাই তোমার ফলাফলকে গুরুত্ব দিচ্ছি না।’

কাজেই সবকিছু ঠিক করে আমরা চার সপ্তাহ সময় দেব। দ্রুততম সময়ের কতগুলো সাবজেক্ট নিয়ে পরীক্ষা নেয়া যায়, সেটি নিয়ে সোমবার-মঙ্গলবার আবার বসব।

ছুটির বিষয়ে দীপু মনি বলেন, করোনাভাইরাস একটি বৈশ্বিক মহামারী। এই পরিস্থিতিতে ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে। এছাড়া অন্যকোন যৌক্তিক পদ্ধতি আছে বলে আমরা মনে করিনা। 

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো ব্যাপারে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ছে। কতদিন বাড়ছে সেটি শিগগির জানিয়ে দেওয়া হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক প্রমুখ।

স্লোগান দিয়ে জনতাকে উসকে দেওয়া সেই রাজিব গ্রেপ্তার
  • ২৫ জানুয়ারি ২০২৬
অ্যাসিস্ট্যান্ট সেলস অফিসার নেবে এসিআই মটরস, পদ ১৫, বয়স ২৪ …
  • ২৫ জানুয়ারি ২০২৬
বিএনপি ক্ষমতায় গেলে ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে: তার…
  • ২৫ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির ভুয়া অভিযোগে সহিংস মব তৈরীর চেষ্টা হচ্ছে: ঢাবি ছ…
  • ২৫ জানুয়ারি ২০২৬
এক আসনে সবচেয়ে বেশি প্রার্থী ১৫ জন, কম দুজন, দেখুন সর্বোচ্চ…
  • ২৫ জানুয়ারি ২০২৬
তরুণরা একই ধরনের রাজনীতি দেখে ক্লান্ত: জাইমা রহমান
  • ২৫ জানুয়ারি ২০২৬