এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন পেতে লাগবে ন্যূনতম পরীক্ষার্থী ও পাস

০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:২১ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এতে শিক্ষক-কর্মচারীদের বেতনের সরকারি অংশ পেতে নির্দিষ্ট সংখ্যক পরীক্ষার্থী ও নির্দিষ্ট শতাংশকে পাস করতে হবে বলে জানানো হয়েছে। প্রতিষ্ঠানভেদে পাসের হার থাকতে হবে সর্বোচ্চ ৭০ থেকে সর্বনিম্ন ৪৫ শতাংশ পর্যন্ত।

নীতিমালায় বলা হয়েছে, বেতন-ভাতাদির সরকারি অংশ প্রাপ্তির জন্য পাবলিক পরীক্ষায় ন্যূনতম পরীক্ষার্থী ও পাসের হার থাকতে হবে। নিম্ন মাধ্যমিকে সিটি করপোরেশন ও জেলায় ৩৫ জনের মধ্যে ৭০ ও ৬৫ শতাংশ এবং মফস্বলে ২৫ জনের মধ্যে ৬০ শতাংশ পাস করতে হবে। মাধ্যমিক বিদ্যালয়ের জন্য সিটি করপোরেশন ও জেলায় ৩৫ জনের মধ্যে যথাক্রমে ৭০ ও ৬০ শতাংশ এবং মফস্বলে ৫৫ শতাংশ।

উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সিটি করপোরেশন ও জেলায় ৪০ জনে ৬৫ ও ৫৫ শতাংশ এবং মফস্বলে ৩৫ জনে ৫০ শতাংশ পাস করতে হবে। একইভাবে উচ্চ মাধ্যমিক কলেজ, স্নাতক (পাস) কলেজ, স্নাতক (সম্মান) কলেজ এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য শহর ও কলেজ ভেদে বিভিন্ন বিভাগত অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক পরীক্ষার্থী ও পাসের হার থাকার কথা বলা হয়েছে, যা ৪৫ থেকে ৬০ শতাংশ পর্যন্ত। প্রতিষ্ঠানভেদে পরীক্ষার্থী ও পাসের হার দেখুন ছবিতে-

নীতিমালায় শিক্ষক-কর্মচারীদের বেতনের সরকারি অংশ পেতে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী থাকতে হবে বলেও জানানো হয়েছে। এ ছাড়া ১০ বছর চাকরির পর সহকারী শিক্ষকরা সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি পাবেন বলে জানানো হয়েছে। যদিও গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের শিক্ষকরা উচ্চতর গ্রেড পেলেও পদোন্নতি পাবেন না। 

আরও পড়ুন: প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ৭ সিদ্ধান্ত জানাল শিক্ষা মন্ত্রণালয়

রবিবার (০৭ ডিসেম্বর) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ নীতিমালা প্রকাশ করা হয়েছে। এতে বেতন-ভাতাদির সরকারি অংশ প্রাপ্তির জন্য কাম্য শিক্ষার্থীর সংখ্যার বিষয়ে বলা হয়েছে, নিম্ন মাধ্যমিকে শহরে ১২০ ও মফস্বলে ৯০ জন শিক্ষার্থী থাকতে হবে। মাধ্যমিক বিদ্যালয়ের জন্য শহরে ২০০ ও মফস্বলে ১৫০ এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শহরে ২৫০-৩৯০ এবং শফস্বলে ১৯০ থেকে জন শিক্ষার্থী থাকার কথা বলা হয়েছে।

একইভাবে উচ্চ মাধ্যমিক কলেজ, স্নাতক (পাস) কলেজ, স্নাতক (সম্মান) কলেজ এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য শহর ও কলেজ ভেদে বিভিন্ন বিভাগত অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী থাকার কথা বলা হয়েছে।

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9