অবশেষে পদোন্নতি পেলেন শিক্ষা ক্যাডারের ১৮৭০ প্রভাষক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৭:৫১ AM , আপডেট: ২১ নভেম্বর ২০২৫, ০৭:৫১ AM
বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৮৭০ জন শিক্ষক প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি কলেজ-২ অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বি.সি.এস. (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পর্যায়ের নিম্নবর্ণিত কর্মকর্তাগণ-কে (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৬ষ্ঠ গ্রেড, টাকা ৩৫,৫০০-৬৭,০১০/- বেতনক্রমে) সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদানপূর্বক স্ব স্ব কলেজ/দপ্তরে ইনসিটু হিসেবে পদায়ন করা হলো।
পদোন্নতি পাওয়া সহকারী অধ্যাপকদের তালিকা দেখুন এখানে
এর আগে টানা ১৩ বছর ধরে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের শত শত প্রভাষক পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন। এই বঞ্চনার প্রতিবাদে ৩২তম থেকে ৩৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তারা আন্দোলনে নামেন। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জেলায় তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। পাশাপাশি প্রতিটি ব্যাচ ও জেলার পক্ষ থেকে মানববন্ধনও করা হচ্ছে।
জানা যায়, ৩৩তম বিসিএসের সদস্যরা ২০১৪ সালের ৭ আগস্ট চাকরিতে যোগ দেন। কিন্তু চাকরির ১৩ বছর পূর্ণ হলেও প্রায় ৩৬৪ জন প্রভাষক এখনো পদোন্নতি পাননি। ৩২তম বিসিএসের ৫৮ জন কর্মকর্তাও একইভাবে পদোন্নতি বঞ্চনার শিকার। ২০১৬ সালে ৩৪ বিসিএস ব্যাচ এবং ২০১৭ সালে বিসিএস ৩৫ ব্যাচ যোগদান করেন। অথচ এরই মধ্যে ৩৭তম ব্যাচ পর্যন্ত পদোন্নতির যোগ্যতা অর্জন করেছেন। অন্যদিকে একই ব্যাচের অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা ইতোমধ্যেই প্রথম পদোন্নতি পেয়ে দ্বিতীয় ধাপের অপেক্ষায় রয়েছেন।