এসএসসি-এইচএসসি ও বৃত্তি পরীক্ষকদের সম্মানি নিয়ে নতুন নির্দেশনা

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড  © ফাইল ছবি

জেএসসি (বৃত্তি), এসএসসি ও এইচএসসি পরীক্ষক বা প্রধান পরীক্ষকদের পারিশ্রমিক ও সম্মানি নির্ভুলভাবে প্রাপ্তির জন্য নতুন নির্দেশনা দিয়েছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তাদের সোনালী ব্যাংকের অনলাইন নম্বর আপডেট করতে হবে। শনিবার (৮ নভেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে, যারা জেএসসি (বৃত্তি), এসএসসি, এইচএসসি পরীক্ষক বা প্রধান পরীক্ষক আছেন অথবা হবেন; তাদের পারিশ্রমিক বা সম্মানি সঠিক উপায়ে নির্ভুলভাবে প্রাপ্তির নিমিত্ত অনলাইনে সোনালী ব্যাংকের অনলাইন নম্বর (১৩ সংখ্যা বিশিষ্ট) নিয়ে আপডেট করতে হবে। 

আরও পড়ুন: ‘দেশের ডেটা সার্বভৌমত্ব লঙ্ঘন করে ডিজিটাল ব্যবসা কেউ করতে পারবে না’

উল্লেখ্য, সংশ্লিষ্ট শিক্ষকদের মধ্যে যারা অনলাইনে পরীক্ষকবা প্রধান পরীক্ষক হওয়ার জেএসসি (বৃত্তি), এসএসসি বা এইচএসসি তথ্য প্রদান করেননি বা তথ্য সংশোধন করতে চান, তাদের অবশ্যই আগামী ১১ ডিসেম্বর বিকেল ৪টার মধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের তথ্য সংযোগে তথ্য প্রদান বা সংশোধনের অনুরোধ করা হয়েছে। 

অনলাইন কাজের জন্য জিমেইল-এর ইমেইল অ্যাড্রেস ব্যবহার করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষক শ্রেণিকক্ষে যে বিষয়ে পাঠদান করান, তাকে সেই বিষয়ে তথ্য প্রদান করতে হবে। সোনালী ব্যাংকের অনলাইন ব্যাংক একাউন্ট নম্বর (১৩ ডিজিট) তথ্যে অন্তর্ভুক্ত করতে হবে। যাদের Online একাউন্ট নম্বর নেই, তাদের ব্যাংক হতে হিসাব নম্বর আপডেট করতে হবে। সংযুক্ত নির্দেশাবলী অনুসরণপূর্বক তথ্য প্রদান করতে হবে।


সর্বশেষ সংবাদ