মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি
অর্থ আত্মসাতের অভিযোগে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলাধীন হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মো. মইনুল ইসলাম পারভেজসহ অভিযোগকারীদের ফের শুনানির জন্য ডাকা হয়েছে। আগের দু’বার উপস্থিত না হওয়ায় এবার অনুপস্থিত থাকলে সংশ্লিষ্টদের কোনও বক্তব্য নেই বলে গণ্য করবে কর্তৃপক্ষ।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অডিট ও আইন) মো. ইসমাইল হোসেনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলাধীন হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মো. মইনুল ইসলাম পারভেজের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে তৃতীয়বার শুনানি অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: দাখিল স্তরে পাঠদানের অনুমতি পেল ১০ বেসরকারি মাদ্রাসা
আগামী ৬ আগস্ট (বুধবার) সকাল ১০টার অধিদপ্তরের সভাকক্ষে শুনানি হবে জানিয়ে আরও বলা হয়েছে, ইতোপূর্বে পর পর দুইবার শুনানির জন্য পত্র প্রেরণ করা হলেও অভিযোগকারীরা উপস্থিত ছিলেন না; যা অনভিপ্রেত। এ অবস্থায় অবস্থায় প্রমাণাদিসহ উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায় তার কোনো বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে।