শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি সম্পাদিত
জামালপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। নতুনভাবে বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয়েছে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
বুধবার (১৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ্ আলম সিরাজ সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রোস্থ পরের পরিপ্রেক্ষিতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটি, জামালপুরের নাম পরিবর্তনপূর্বক ‘ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’ এ বিভাগের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো।