ভারতে ‘করাচি’ বেকারি ভাঙচুর, নাম পরিবর্তনের দাবি

ভারতে ‘করাচি’ বেকারি ভাঙচুর
ভারতে ‘করাচি’ বেকারি ভাঙচুর  © সংগৃহীত

ভারত এবং পাকিস্তানের মধ্যে চলছে সংঘাত। এরই মাঝে  নাম পরিবর্তনের দাবিতে হায়দরাবাদে ‘করাচি’ বেকারির একটি শাখায় আবারো ভাঙচুর চালানোর হয়েছে। সোমবার ( ১২ মে ) ভারতীয় সংবাধমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা গত শনিবার হায়দরাবাদের শামশাবদের ‘করাচি’ বেকারির সামনে বিক্ষোভ করেন। ওই সংস্থার নাম পরিবর্তনের দাবি জানান তারা। তার পরেই দোকানটিতে ভাঙচুর করা হয়।

তেলঙ্গানা পুলিশ জানিয়েছে, শনিবার বিকাল ৩ টার দিকে ‘করাচি’ বেকারির সামনে বিক্ষোভ করা হয়। সেখানে জড়ো হয়ে নাম বদলের দাবিতে স্লোগান দিতে থাকেন কিছু তারা। তারা নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের সমর্থক বলে জানিয়েছে পুলিশ।

হায়দরাবাদের আরজিআই এয়ারপোর্ট থানার ইনস্পেক্টর কে বলরাজু বলেন, ‘বেকারির কোনও কর্মচারী আহত হননি। গুরুতর কোনও ক্ষয়ক্ষতির খবরও নেই। আমরা বিক্ষোভের খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছিলাম। নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের সমর্থক ওই বিক্ষোভকারীরা। তাঁদের আমরা বুঝিয়ে বেকারির সামনে থেকে সরিয়ে দিই।’

পাকিস্তানের করাচি শহরের নামে হলেও ‘করাচি বেকারি’ একটি সম্পূর্ণ ভারতীয় প্রতিষ্ঠান। এটি চালায় এমন একটি ভারতীয় পরিবার, যারা দেশভাগের সময় পাকিস্তান থেকে ভারতে চলে এসেছিল। ১৯৫৩ সালে হায়দরাবাদের মোজামজহি মার্কেটে প্রতিষ্ঠিত হয় এই বেকারি। সময়ের সঙ্গে সঙ্গে এটি ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। বর্তমানে হায়দরাবাদে করাচি বেকারির ২৪টি শাখা রয়েছে, পাশাপাশি দিল্লি, বেঙ্গালুরু ও চেন্নাইয়েও রয়েছে এর উপস্থিতি।

তবে এই প্রথম নয়, এর আগেও ভারত-পাকিস্তান উত্তেজনার সময় ‘করাচি’ বেকারিকে বিরূপ পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। গত সপ্তাহে হায়দরাবাদের বানজারা হিলস শাখায় বেকারির নাম বদলের দাবিতে হামলা চালান কিছু বিক্ষোভকারী। এ প্রসঙ্গে বেকারির ম্যানেজার জানান, ‘আমরা একটি ভারতীয় সংস্থা। আমাদের পাকিস্তানি হিসেবে চিহ্নিত করা একেবারেই অনুচিত।’


সর্বশেষ সংবাদ