এইচএসসি’র টেস্ট পরীক্ষা শুরু ৩০ এপ্রিল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২২, ০৬:৫৩ PM , আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২, ০৭:৫৩ PM
আগামী বছরের ৩০ এপ্রল এইচএসসির টেস্ট পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ১৫ মে পর্যন্ত। আর ২১ মে টেস্ট পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
সম্প্রতি ২০২৩ সালের সরকারি-বেসরকারি কলেজের সরকারি ছুটির শিক্ষাপঞ্জি থেকে এ তথ্য জানা গেছে। শিক্ষাপঞ্জিটি সোমবার (২৬ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত শিক্ষাপঞ্জিতে কলেজে মোট ছুটি রয়েছে ৭১ দিন। এই শিক্ষাপঞ্জি অনুযায়ী ২০২৩ সালের ১৬ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত একাদশ শ্রেণির বার্ষিক অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ১ ফেব্রুয়ারিত থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরুর কথা বলা হয়েছে।