শিক্ষা মন্ত্রণালয় © সংগৃহীত
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ প্রধান ও সহপ্রধান পদে শূন্যপদের তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তর। এনটিআরসিএর মাধ্যমে এসব পদে নিয়োগ সুপারিশ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নির্ভুল শূন্যপদের তথ্য অনলাইনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে বিদ্যমান শূন্যপদের চাহিদা অধিদপ্তরভিত্তিকভাবে সংগ্রহ করা প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে নির্ধারিত ফরম পূরণ করে শূন্যপদের তথ্য পাঠাতে হবে।
এ অবস্থায় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধান পদে নিয়োগ সুপারিশের জন্য নির্ধারিত গুগল ফরমের মাধ্যমে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে শূন্যপদের তথ্য পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, ই-মেইল কিংবা সরাসরি কোনোভাবেই তথ্য পাঠানোর প্রয়োজন নেই। শূন্যপদের তথ্য পাঠানোর জন্য নির্ধারিত লিংকটি হলো: https://forms.gle/udpLCgXxbcy>wE>