বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান ও সহকারী প্রধান নিয়োগের খসড়া চূড়ান্তে ডাকা সভা শেষ হয়েছে। সভায় খসড়া পরিপত্রের ভাষাগত কিছু পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। তবে মূল বিষয়গুলো একই থাকছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এ সভা দুপুর ২টার আগে শেষ হয়।
আরও পড়ুন: ৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশের তারিখ জানালেন এনটিআরসিএ চেয়ারম্যান
সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের খসড়ায় বড় কোনো পরিবর্তন আসছে। কেবল শব্দগত কিছু পরিবর্তন হবে। খসড়া পরিপত্রে যা ছিল, মূল বিষয় সেগুলোই থাকবে।’