শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি করতে সময় লাগবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ) মো: শাহজাহান মিয়া।
বুধবার (১৪ জানুয়ারি) সাত কলেজ শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।
মো: শাহজাহান মিয়া বলেন, ‘সাত কলেজ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির কার্যক্রম শুরু করতে গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে অধ্যাদেশের খসড়া পাঠানো হয়েছে। পরবর্তীতে এটি আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগ এবং সচিব কমিটে যাবে। সেখানে অনুমোদন হলে পরবর্তীতে উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদন। যেহেতু এটি একটি চলমান প্রক্রিয়া, সেহেতু এই প্রক্রিয়া পুরোটা শেষ করতে সময় লাগবে।’
শিক্ষা মন্ত্রণালয়ের এ কর্মকর্তা আরও বলেন, ‘শিক্ষার্থীদের দাবির প্রতি আমরা আন্তরিক। তবে সবকিছুই নিয়ম অনুযায়ী হতে হবে। আমরা চাইলেও দুই/তিনদিনের মধ্যে অধ্যাদেশ জারি করতে পারব না।’
এদিকে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে লাগাতার কর্মসূচি ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার বিকেলে আন্দোলরত ঢাকা কলেজের শিক্ষার্থী নাবিদুল ইসলাম নিরব দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিরব বলেন, ‘আজ (বুধবার) আমাদের রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধ কর্মসূচি চলছে। আজকের মধ্যে অধ্যাদেশ জারি না হলে আগামীকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে লাগাতার কর্মসূচি শুরু হবে।’
এর আগে, দুপুর ১২টার পর থেকে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে রাজধানীতে অবরোধ কর্মসূচি পালন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। অবরোধের ফলে কয়েকটি পয়েন্টে যানবাহন চলাচল বন্ধ হয়েছে। এতে রাজধানীতে তীব্র জানজটের সৃষ্টি হয়।