পাংশা মহিলা কলেজ © সংগৃহীত
রাজবাড়ী জেলার কলেজ পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে পাংশা মহিলা কলেজ। এ সাফল্য অর্জনে শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টা সফলভাবে প্রমাণিত হয়েছে।
রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদযাপন কমিটির সদস্যসচিব শামসুর নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পাংশা মহিলা কলেজ রাজবাড়ী জেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হওয়া মহিলা কলেজের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা বইছে।পাংশা মহিলা কলেজটি প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা ক্ষেত্রে অবদান রেখে চলছে, বিশেষ করে নারী শিক্ষার প্রসার ঘটতে ব্যাপক অবদান রয়েছে প্রতিষ্ঠানটি।
পাংশা শহরে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে পাংশা মহিলা কলেজটি পরিচালিত হয়ে আসছে, এ সাফল্য অর্জন করায় পরিচালনা পর্ষদ, শিক্ষক শিক্ষার্থী অবিভাবকদের মধ্যে উৎসাহ বিরাজ করছে। এ সাফল্য অর্জন করায় পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এ বি এম ওয়াহিদুজ্জামান ডাবলু বলেন, ‘এ সাফল্য আমাদের সব শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। পাংশা মহিলা কলেজে একঝাঁক নবীন প্রবীন শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন ঘটায় এ সাফল্য অর্জিত হয়েছে।’