খুলনার কপিলমুনি কলেজের সার্বিক উন্নয়নে মাস্টারপ্ল্যান প্রণয়ন
- পাইকগাছা প্রতিনিধি
- প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৮:১৪ PM , আপডেট: ১১ জুন ২০২৫, ১০:২৬ AM
খুলনার পাইকগাছার ঐতিহ্যবাহী কপিলমুনি কলেজের নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় এক কোটি টাকার আর্থিক ফান্ড গঠন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ মাস্টার্স পর্যন্ত উন্নীতকরণ, সমাজ কর্ম বিষয়ে অনার্স চালু করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া, কলেজের সার্বিক উন্নয়নে একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হয়েছে। আজ মঙ্গলবার (১০ জুন) কলেজের কনফারেন্স কক্ষে এ সভার আয়োজন করা হয়।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস চেয়ারম্যান, দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিশেষজ্ঞ পরীক্ষক আনোয়ার আলদীনের সভাপতিত্বে এবং কলেজের অধ্যক্ষ ও পর্ষদের সদস্য সচিব হাবিবুল্লাহ বাহারের পরিচালনায় এই সভায় কলেজের সার্বিক কার্যক্রম ও পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
পরিচালনা পর্ষদ সূত্র জানায়, বিগত ১৬ বছর কলেজের উন্নয়নের বদলে বেপরোয়া লুটপাট ও আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন হয়েছে। কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট করা হয়েছে। আর্থিক অবস্থা শূন্যের কোঠায় গিয়ে ঠেকেছে। কলেজটির মেয়েদের কমনরুম,ল্যাবরেটরি,হোস্টেল,ক্লাসরুম,অভ্যান্তরীর রাস্তাসহ প্রায় সবকিছুই দৈন্যদশায়। এই করুন পরিস্থিতিতে কলেজের আর্থিক বুনিয়াদ শক্তিশালী করা এবং দক্ষিণ খুলনার শ্রেষ্ঠ কলেজে উন্নীত করার জন্য বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়। এক কোটি টাকার আর্থিক ফান্ড গড়তে সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এস মুস্তাফিজুর রহমান পারভেজকে সমন্বয়ক করে 'কপিলমুনি কলেজ কল্যান ফান্ড' সৃজন করা হয়েছে। একটি শক্তিশালী উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন: শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি আসছে ভিন্নভাবে, থাকছে না ‘১৯তম’
সূত্র আরও জানায়, কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্স পর্যন্ত উন্নীতকরণ এবং সমাজ কর্ম বিষয়ে অনার্স চালু করার বিষয়ে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ৫৮ বছরের ঐতিহ্যবাহী কলেজটিকে সার্বিক উন্নয়নে একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হয়েছে।
এ সময় সভায় উপস্থিত ছিলেন পাইকগাছা বিএনপির আহ্বায়ক ডাক্তার আব্দুল মজিদ, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মোঃ তহিদুজ্জামান মুকুল, শেখ দ্বীন মাহমুদ, সাবরিনা আজমী স্বর্ণা, শেখ ইকবাল হোসেন, অধ্যাপক মোঃ শফিউল আযম, শারমিন সুলতানা আকরাম জোয়াদ্দার, শিরিন সুলতানা, আব্দুল কুদ্দুস, সাংবাদিক পারভেজ মোহাম্মাদ, জি এম আমিনুল ইসলাম, প্রেস ক্লাবের আহ্বায়ক এইচ, এম শফিউল ইসলাম এস্কেন্দার মির্জা, ছাত্র নেতা দেবেন ঘোষ, আবু হুরাইরা বাদশা, জাহিদ হোসেন প্রমুখ।