একাদশে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে পৌনে দুই লাখ আবেদন

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড  © সম্পাদিত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন আজ সোমবার (২৫ আগস্ট) শেষ হচ্ছে। এ পর্যন্ত পৌনে দুই লাখ শিক্ষার্থী আবেদন করেছেন বলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে। আগামী বৃহস্পতিবার (২৮ আগস্ট) ফল প্রকাশ করা হবে। এরপর মনোনীত শিক্ষার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে কলেজে ভর্তি সম্পন্ন করতে পারবেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির সোমবার সকালে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সোমবার বেলা পৌনে ১১টা পর্যন্ত এক লাখ ৬৯ হাজার ৬৬ জন আবেদন করেছেন। রাত পর্যন্ত আবেদনের সুযোগ থাকায় এ সংখ্যা আরও বাড়বে।

ভর্তি সংক্রান্ত সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৫’ অনুযায়ী ভর্তির জন্য দ্বিতীয় পর্যায়ে অনলাইনে আবেদন গ্রহণ ২৩ আগস্ট (শনিবার) সকাল ৯টা থেকে শুরু হয়েছে। ২৫ আগস্ট (সোমবার) রাত ৮টা পর্যন্ত এ প্রক্রিয়া চলবে।

আরও পড়ুন: একাদশে দ্বিতীয় ধাপে ভর্তির আবেদন শেষ আজ

এর আগে একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) এ ফল প্রকাশ করা হয়।


সর্বশেষ সংবাদ