কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে প্রার্থীরা © সংগৃহীত
৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা মহানগরীসহ দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে, মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখের পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা এবং দৈবচয়ন ভিত্তিতে আসন বিন্যাস সাজানোর কারণে পরীক্ষার্থীদের নিজ নিজ আসন খুঁজে পেতে কিছুটা সময় লাগতে পারে। সে কারণে পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে, অর্থাৎ সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। সকাল ৯টা ৩০ মিনিটের পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। বিষয়টি প্রবেশপত্র এবং পরীক্ষা পরিচালনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনাতেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
আরও পড়ুন: আজ ৫০তম বিসিএসের প্রিলি, শুরু হচ্ছে ‘এক বিসিএস, এক বছর’-এর যাত্রা
পিএসসি জানায়, পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা হলে সব ধরনের ঘড়ি—অ্যানালগ বা ডিজিটাল—মোবাইল ফোন ও সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, বই-পুস্তক ও ক্যালকুলেটর, ব্যাংক বা ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গহনা, ব্রেসলেট, ব্যাগ ও মানিব্যাগ বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
কমিশন আরও জানায়, পরীক্ষার হলের গেটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে পরীক্ষার্থীদের প্রবেশপত্র যাচাই এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করে ভেতরে প্রবেশ করানো হবে। পাশাপাশি পরীক্ষার সময় পরীক্ষার্থীদের কান খোলা রাখতে হবে এবং কানের ওপর কোনো ধরনের আবরণ রাখা যাবে না। বিশেষ প্রয়োজনে হিয়ারিং এইড ব্যবহারের ক্ষেত্রে আগেই কমিশনের অনুমতি নিতে হবে।
নির্দেশনায় পিএসসি কঠোরভাবে সতর্ক করে বলেছে, কোনো পরীক্ষার্থীর কাছে নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল করা হবে। একই সঙ্গে বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা-২০১৪ এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন-২০২৩ অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীকে কমিশনের ভবিষ্যৎ সব নিয়োগ পরীক্ষার জন্য অযোগ্য ঘোষণা করা এবং বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়ার বিধান রয়েছে।
পিএসসি জানায়, পরীক্ষার্থীদের মোবাইল ফোনে শিগগিরই খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে এসব নির্দেশনা পাঠানো হবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এবারের হাজিরা তালিকা রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড় এবং দৈবচয়ন ভিত্তিতে সাজানো হয়েছে।