মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শিক্ষাবোর্ড, যশোর © সংগৃহীত
যশোর শিক্ষাবোর্ডে বাংলা প্রথম পত্রের মধ্যদিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। প্রথমদিনের পরীক্ষায় ১ হাজার ৬৩৮ পরীক্ষার্থী অনুপস্থিত। আজ বৃহস্পতিবার (২৬ জুন) পরীক্ষা সম্পন্ন হওয়ার পরে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেন।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, যশোর শিক্ষাবোর্ডে ২৪০ টি পরীক্ষা কেন্দ্রে বাংলা প্রথম পত্রে পরীক্ষার্থী ছিল ৯১ হাজার ৯৪৯ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ৯০ হাজার ৩১১ জন। অনুপস্থিত ১ হাজার ৬৩৮ জন। অনুপস্থিত হওয়া পরীক্ষার্থীদের খুলনায় ৩৫৬, বাগেরহাটে ১২৬, সাতক্ষীরায় ১৯৮, কুষ্টিয়ায় ২০১, চুয়াডাঙ্গায় ১২৭, মেহেরপুরে ৬২, যশোরে ২১৯, নড়াইলে ৬৮, ঝিনাইদহে ২০৮ ও মাগুরায় ৭৩ জন রয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে প্রথমদিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। যশোর শিক্ষাবোর্ডের কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তারপরও পরীক্ষা সংক্রান্ত কোন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে উপযুক্ত প্রমাণসহ অভিযোগ পেলে দ্রুতই ব্যবস্থা নেয়া হবে’।