বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) © টিডিসি সম্পাদিত
এমপিওভুক্ত সকল মাদরাসার অধ্যক্ষ-উপাধ্যক্ষের শূন্যপদের তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)। আজ সোমবার (১৯ জানুয়ারি) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে জানানো হয়েছে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধানের (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার) নিয়োগ সুপারিশ কার্যক্রম এনটিআরসিএর মাধ্যমে শেষ করার লক্ষ্যে মাদ্রাসাগুলো থেকে নির্ভুল শূন্যপদের চাহিদা সংগ্রহ করা প্রয়োজন। এরজন্য এমপিওভুক্ত মাদরাসা প্রধান ও সহপ্রধান-এর নিয়োগ সুপারিশের জন্য শূন্যপদের চাহিদা জেলাভিত্তিকভাবে পাঠানোর জন্য নির্দেশ করা হয়েছে।
চিঠিতে, আজ সোমবারের মধ্যে buddu9087@gmail.com -জিমেইলে পাঠানোর জন্য বলা হয়েছে।