এনটিআরসিএ © ফাইল ছবি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান, সহকারী প্রধান নিয়োগ সুপারিশের কার্যক্রম সম্পর্কিত সর্বশেষ অগ্রগতি জানিয়েছে এনটিআরসিএ।
বুধবার (১৪ জানুয়ারি) সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান/সহকারী প্রধান (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার, ও সহকারী সুপার)-এর নিয়োগ সুপারিশ কার্যক্রম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর মাধ্যমে করা হবে মর্মে সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
০৮ অক্টোবর ২০২৫ তারিখে ১৫ সদস্যবিশিষ্ট কমিটির সমন্বয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার ৩নং আলোচ্যসূচীর সিদ্ধান্ত ছিল: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান/সহকারী প্রধান (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার, ও সহকারী সুপার) এর নিয়োগের নিমিত্ত একটি পরিপত্র জারি করতে হবে।
২২ ডিসেম্বর ২০২৫ তারিখে এনটিআরসিএ কার্যালয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান/সহকারী প্রধান (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার, ও সহকারী সুপার) এর নিয়োগের খসড়া পরিপত্র প্রণয়ন বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান/সহকারী প্রধান (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার, ও সহকারী সুপার) এর নিয়োগের বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভার নির্দেশনা অনুসারে ০৮ জানুয়ারি ২০২৬ তারিখে শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ সুপারিশের জন্য অনুসরণীয় পদ্ধতির খসড়া চূড়ান্তকরণের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, অধিদপ্তরসমূহ, এনটিআরসিএ জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়-এর প্রতিনিধি, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের উপস্থিতিতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এ এক কর্মশালা আয়োজন করা হয়। উক্ত কর্মশালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মহোদয়।
০৮ জানুয়ারি ২০২৬ তারিখের কর্মশালার সুপারিশের আলোকে শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ সুপারিশের জন্য অনুসরণীয় পদ্ধতির খসড়া চূড়ান্ত করা হয়।
শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ সুপারিশের জন্য অনুসরণীয় পদ্ধতির চূড়ান্ত খসড়া পরিপত্র আকারে প্রকাশ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে প্রেরণ করা হয়েছে।
১২ জানুয়ারি ২০২৬ তারিখে সিলেবাস প্রণয়ন ও হালনাগাদকরণ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে বাছাই পরীক্ষা গ্রহণের জন্য সিলেবাস প্রণয়েনর লক্ষ্যে সভা করেন।