এনটিআরসিএ চেয়ারম্যান © ফাইল ছবি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনগ্রহণ শেষ হয়েছে। এ গণবিজ্ঞপ্তি চাকরি পেতে প্রায় ১৬ হাজার প্রার্থী আবেদন করেছেন।
সোমবার (১৯ জানুয়ারি) দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।
এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, ‘৭ম বিশেষ গণবিজ্ঞিপ্তিতে কতজন আবেদন করেছেন সেটির প্রকৃত সংখ্যা টেলিটক এখনো আমাদের জানায়নি। তবে ১৫ থেকে ১৬ হাজার প্রার্থী আবেদন করেছেন বলে জেনেছি।
১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রসঙ্গে মো. আমিনুল ইসলাম বলেন, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম খুব দ্রুত সময়ের মধ্যে শুরু হচ্ছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম শুরুর পর শূন্য পদের তথ্য সংগ্রহের পর ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’
এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, ‘১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য সিলেবাস চূড়ান্ত করা হয়েছে। এখন ৭তম বিশেষ গণবিজ্ঞপ্তির যোগদান প্রক্রিয়া শেষ হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই আমরা এ কার্যক্রম শুরু করতে চাই। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই অনলাইনে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে।’
আগামী মার্চ মাসে ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কি না এমন প্রশ্নের জবাবে মো. আমিনুল ইসলাম আরও বলেন, ‘আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করার। অনলাইনে শূন্য পদের তথ্য সংগ্রহের পরপরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেটি হতে পারে মার্চের মধ্যেই।’