২০২১ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার কোটি টাকার প্রতারণা

২৮ জানুয়ারি ২০২২, ০৯:৪৯ PM
সামাজিক যোগাযোগ মাধ্যম

সামাজিক যোগাযোগ মাধ্যম © ফাইল ফটো

বিশ্বজুড়ে ২০২১ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৯৫ হাজারেরও বেশি মানুষ প্রতারণার শিকার হয়েছেন। যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণার শিকার হওয়া ব্যক্তিরা মোট ৭৭ কোটি মার্কিন ডলার খুঁইয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যা ৬ হাজার ৬১৩ কোটি ২৮ লাখ ৪৩ হাজার ৭০০ টাকা! আগের বছরের তুলনায় এই অঙ্ক দ্বিগুণেরও বেশি। ২০২০ সালে ২৫ কোটি ৮০ লাখ মার্কিন ডলার (২ হাজার ২১৫ কোটি ৮৭ লাখ ৯৬ হাজার ৯৮০ টাকা) হারিয়েছেন প্রতারিতরা। 

ব্রিটিশ ব্লগ নেটওয়ার্ক এনগেজেট জানায়, গত পাঁচ বছরে প্রতারণার মাত্রা বেড়েছে অনেক গুণ। এর একটি বড় অংশ জুড়ে রয়েছে ভুয়া ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ। গত বছর এর পরিমাণ ছিল ২৮ কোটি ৫০ লাখ ডলারের চেয়ে বেশি, যা মোট ৭৭ কোটি ডলারের এক-তৃতীয়াংশের ওপরে।

এফটিসি’র প্রতিবেদন অনুযায়ী, ফেসবুক ও ইনস্টাগ্রামে কোনও আগন্তুকের কাছে থেকে আসা ফ্রেন্ড রিকুয়েস্ট গ্রহণের মাধ্যমে অনেক প্রতারণার জন্ম হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মধুর আলাপচারিতার একপর্যায়ে অর্থ ধার চাওয়া হয়। 

এনগেজেট আরও জানিয়েছে– প্রতারণার শিকার এক-তৃতীয়াংশেরও বেশি মানুষ প্রেমে জড়িয়ে অর্থ হারানোর অভিযোগ করেছেন, যার শুরুটা হয়েছিল ফেসবুক বা ইনস্টাগ্রামে।

মেটার একজন মুখপাত্র বলেন, ‘প্রতারণা ঠেকাতে আমরা নির্দিষ্ট কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। এজন্য আমরা অভিযুক্ত অ্যাকাউন্ট, পেজ ও বিজ্ঞাপনগুলোকে মুছে দিয়েছি। প্রয়োজনে আইনি ব্যবস্থাও নেওয়া হবে। সেই সঙ্গে আমরা সবসময় ব্যবহারকারীদের উৎসাহিত করি কোথাও কোনও অসামঞ্জস্য দেখলেই যেন তার বিরুদ্ধে অবস্থান নেয়।’

 

ট্যাগ: ফেসবুক
সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড
  • ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচন উপলক্ষ্যে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
  • ২৬ জানুয়ারি ২০২৬
দুই যুগ পর ময়মনসিংহ আসছেন তারেক রহমান, ব্যাপক জনসমাগমের প্র…
  • ২৬ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজদের বুকে টেনে অন্য ভালো কাজে যুক্ত করব: জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
 পাকিস্তানের বয়কট সিদ্ধান্তে সমর্থন ক্রিকেটারদের
  • ২৬ জানুয়ারি ২০২৬
ফিল্ড অফিসার নিয়োগ দেবে ওয়ালটন, পদ ৫০, আবেদন এসএসসি পাসেই
  • ২৬ জানুয়ারি ২০২৬