পরীমণির ওপর চটলেন সোহেল তাজ, ফেসবুকে স্ট্যাটাস

পরীমণি ও সোহেল তাজ
পরীমণি ও সোহেল তাজ  © ফাইল ফটো

সিগারেট হাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করায় সময়ের আলোচিত নায়িকা পরীমণির উপর বেজায় চটেছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন তিনি।

সোহেল তাজ তার স্ট্যাটাসে লিখেছেন, ‘একজন সেলেব্রিটির কাছ থেকে এরকম অশোভন আচরণ কাম্য নয়- আমাদের ছেলে মেয়েদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে’..

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন দুটি ছবি আপলোড করেন পরীমণি। সেখানে সিগারেট হাতে ক্যামেরায় পোজ দিতে দেখা গেছে এই নায়িকাকে। তার পরনে সাদা-কালো রঙের টপস, খোলা চুলে চোখে চশমা, পায়ে পরেছেন কেডস।

পরীমণির এমন ছবি পোস্ট করা নিয়ে বিরূপ মন্তব্য করেছেন বিজ্ঞজনরাও। তারা বলছেন, দেশের সংস্কৃতি অঙ্গনের একজন শিল্পীর এমন আচরণে বড়দের প্রতি শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলতে পারে শিশু-কিশোররা। তাই সেলিব্রেটি হিসেবে পরীমণিকে সতর্ক করে দায়িত্বশীল আচরণ প্রদর্শন করতে মতামত দিয়েছেন তারা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence