সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর © সংগৃহীত
বিগত দুই বছরের (২০২৪ ও ২০২৫) কোনো ধরনের মুনাফা পাচ্ছেন না সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
তার ভাষ্য, শরিয়াহ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী গত দুই বছরের কোনো মুনাফা পাবেন না গ্রাহকরা। কারণ ইসলামি নিয়ম অনুযায়ী লাভ ও লসের উপর নির্ভর করে লভ্যাংশ দেওয়া হয়। যেহেতু গত দুই বছরে কোনো লাভের মুখ দেখেনি এসব ব্যাংক, তাই গ্রাহকদের মুনাফা দেওয়া সম্ভব হচ্ছে না।
তিনি জানান, যাদের অ্যাকাউন্টে দুই লাখের বেশি টাকা আছে এবং টাকা জরুরি প্রয়োজন, তাদেরকে জমাকৃত টাকার ২০ শতাংশ লোন দেওয়া হবে। তবে এক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের রেটে সুদ দিতে হবে। সঠিকভাবে চললে আগামী ২ বছরের মধ্যে সম্মিলিত ব্যাংকের সব আমানত ফেরত দেওয়া সম্ভব হবে।