গুগল-ফেসবুকের কাছে ৪০ কোটি ডলার দাবি

১৮ মে ২০২০, ০৮:৫৪ PM

© ফাইল ফটো

প্রযুক্তি ভিত্তিক ফেসবুক-গুগলের মতো কিছু প্রতিষ্ঠান থেকে ‘ন্যায্য’ ভাগ দাবি করেছে অস্ট্রেলিয়ার একটি সংবাদ মাধ্যম। বিভিন্ন খবর এবং বিজ্ঞাপন থেকে যে বিপুল অর্থ আয় করছে সেখান থেকে এ অর্থ দাবি করেছেন তারা।

গত এপ্রিলে অস্ট্রেলিয়া সরকার ঘোষণা করেন, গুগল, ফেসবুকসহ সব ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠান সে দেশের বিভিন্ন উৎসের খবর এবং বিজ্ঞাপন থেকে যে রাজস্ব আয় করে, তার একটা অংশ আদায় করা হবে। এই পরিকল্পনাকে সামনে রেখে একটি আচরণবিধি প্রণয়নের ঘোষণাও দেয়া হয়। আগামী জুলাই মাসে সেই আচরণবিধির বিস্তারিত জানাবে সরকার।

তার আগেই ইন্টারনেট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে বছরে ৪০০ মিলিয়ন, অর্থাৎ ৪০ কোটি মার্কিন ডলার দাবি করেছে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম সংবাদমাধ্যম নাইন এন্টারটেইনমেন্ট।

অস্ট্রেলিয়ার ফিনান্সিয়াল রিভিউ পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে নাইন এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান পিটার কস্টেলো বলেন, সরকারি তথ্য অনুযায়ী গুগল, ফেসবুকের মতো প্রতিষ্ঠানগুলো এ দেশ থেকে প্রতি বছর ৬০০ কোটি অস্ট্রেলীয় ডলার (৩৯০ কোটি মার্কিন ডলার) আয় করছে, তাই প্রতিষ্ঠানগুলোর উচিত ওই আয়ের ১০ ভাগ অস্ট্রেলিয়ার গণমাধ্যমকে দেয়া।

অস্ট্রেলিয়ান কম্পিটিশন অ্যান্ড কনজিউমার কমিশন (এসিসিসি) এক সমীক্ষা বলছে, গুগল, ফেসবুকের মতো টেক প্রতিষ্ঠানগুলো অস্ট্রেলিয়া থেকে যা আয় করে তার দশ ভাগ খবরে ব্যবহার করা বিজ্ঞাপন থেকে পায়।

প্রতিমাসে অস্ট্রেলিয়ার এক কোটি ৭০ লাখের মতো মানুষ ফেসবুক ব্যবহার করেন আর প্রতিদিন অন্তত ৩০ মিনিট মোবাইল ফোনে গুগল করেন।

রাজস্ব আদায়ের জন্য ফেসবুক গুগল ইত্যাদির সঙ্গে আলোচনা শুরু করেছিল অস্ট্রেলিয়া সরকার। আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আচরণবিধি প্রণয়নের সিদ্ধান্ত নেয়া হয়। অস্ট্রেলিয়া সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে প্রতিষ্ঠানগুলো আলোচনা চালিয়ে যাওয়ার দাবি তোলে। পিটার কস্টেলো মনে করেন, আলোচনার আর দরকার নেই।

নেতার ইগো ও ষড়যন্ত্রে চার দশক পর বিএনপি ছাড়লেন মাহাবুব মা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন শেষ ৫ ফেব্রুয়ারি
  • ২৯ জানুয়ারি ২০২৬
রোগী বহনকারী অ্যাম্বুলেন্স অপেক্ষমাণ রেখে ফেরি ছেড়ে দেওয়ার …
  • ২৯ জানুয়ারি ২০২৬
ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালালে যে ৭ ঘটনা ঘটতে পারে
  • ২৯ জানুয়ারি ২০২৬
ভোকেশনালের সমাপনী পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ শুরু ১ ফেব্রুয়ার…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ লিমিটেড, আবেদন শেষ ৩ ফেব্রুয়ারি
  • ২৯ জানুয়ারি ২০২৬