শিক্ষার্থীদের অর্থিক সহায়তার দাবি ছাত্র ইউনিয়নের

চলমান করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় বিভিন্ন দাবির পাশাপাশি অধ্যয়নরত পারিবারিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের ‘ছাত্রকল্যাণ তহবিল’ থেকে আর্থিক অনুদান দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। বুধবার সংগঠনের পক্ষে অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক অনুদান দেওয়ার দাবি জানিয়ে বিবৃতি দেন ছাত্র ইউনিয়নের জয়পুরহাট জেলা শাখার সভাপতি রিফাত আমিন রিয়ন ও সাধারণ সম্পাদক তাসরিন সুলতানা।

বিবৃতিতে বলা হয়,‘‘করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকারি আদেশে সাধারণ ছুটি ও স্বাস্থ্যঝুঁকি থাকায় কর্মহীন হয়ে পড়েছেন শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ। অর্থনৈতিক ঝুঁকিতে রয়েছে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলো। এ অবস্থায় জয়পুরহাট সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ জেলার অন্যান্য প্রতিষ্ঠানের অধ্যয়নরত পারিবারিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের ছাত্রকল্যাণ তহবিল থেকে এককালীন আর্থিক অনুদান দেওয়ার জন্য দাবি জানিয়ে স্ব স্ব প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ জানানো হয়।”

বাড়িভাড়া বিষয়ে বিবৃতিতে বলা হয়, ‘‘ছাত্রাবাস ও ম্যাসের থাকা ছাত্রদের এপ্রিল মাসের ভাড়া মওকুফ করে মে মাস থেকে ৭০% মওকুফ করে জেলা প্রশাসকের পক্ষ থেকে বাড়িওয়ালাদের সরকারি নোটিশ প্রদানের দাবি জানানো হয়। একমাত্র বাড়িভাড়ার উপর নির্ভরশীল ছাত্রাবাস ও মেস মালিকরাও যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য জেলা প্রশাসনের সাথে ছাত্রাবাস ও মেস মালিকদের আলোচনা করে ইউটিলিটি বিল মওকুফ করার দাবিও জানান।”


সর্বশেষ সংবাদ