বান্ডেল প্যাকে ক্যাশব্যাক অফার আনল এয়ারটেল

২৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৯ PM

© টিডিসি ফটো

মাই এয়ারটেল অ্যাপ থেকে বান্ডেল প্যাক কেনার ক্ষেত্রে ক্যাশব্যাক অফার এনেছে বন্ধুদের নম্বর ওয়ান নেটওয়ার্ক এয়ারটেল। প্রথমবারের মতো আনা অনন্য এই অফারের আওতায় ১৪৮ থেকে ৪৪৮ টাকার মধ্যে যে কোন একটি বান্ডেল প্যাক কিনলে ৪০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা।

৪৪৮ টাকার বান্ডেল প্যাকে রয়েছে ২২জিবি ইন্টারনেট ও ৫০০ মিনিট টকটাইমের সাথে ৪০ টাকার ক্যাশব্যাক। ৭ জিবি ইন্টারনেট ও ৩০০ মিনিটের টকটাইমসহ ২৪৮ টাকার বান্ডেলে রয়েছে ২৫ টাকা ক্যাশব্যাক। অন্যদিকে ১৪৮ টাকার বান্ডেল প্যাকটিতে ৩জিবি ইন্টারনেট ও ২০০ মিনিট টকটাইমের সাথে রয়েছে ১৫ টাকা ক্যাশব্যাক। প্রতিটি প্যাকের মেয়াদ ৩০ দিন ।

ক্যাশব্যাকের অর্থ গ্রাহকদের মূল অ্যাকাউন্ট ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে। উল্লিখিত যেকোন বান্ডেল প্যাক কেনার পর গ্রাহকদের একটি এসএমএস পাঠানো হবে যেখানে একটি নির্দিষ্ট ইউএসএসডি কোড ডায়াল করতে বলা হবে। এয়ারটেলের সকল প্রিপেইড গ্রাহকরা অফারটি উপভোগ করতে পারবেন।

শহর বাঁচাও বুড়িগঙ্গা বাঁচবে
  • ৩০ জানুয়ারি ২০২৬
ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী বানাতে মানুষ মুখিয়ে আছে: ভ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
মহিলা কলেজের শিক্ষা সফরের বাসে ‘ওয়ান্স এগেইন শেখ হাসিনা-জয়…
  • ৩০ জানুয়ারি ২০২৬
কুবির ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার, প্রতি আসনে …
  • ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণায় ব্যক্তিগত আঘাত না করার প্রত্যাশা মির্জা…
  • ৩০ জানুয়ারি ২০২৬
মহাখালীতে সাততলা ভবনে আগুন
  • ৩০ জানুয়ারি ২০২৬