ভোমরা স্থলবন্দর © সংগৃহীত
ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের প্রধান সড়কে বিজেপির অবরোধের কারণে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এ ছাড়া ইমিগ্রেশনের কার্যক্রম বন্ধ রয়েছে। এতে পণ্য পরিবহনে স্থবিরতা তৈরি হয়েছে। যাত্রীরাও যাওয়া-আসা করতে পারছেন না।
ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী দীপঙ্কর ঘোষ জানান, পশ্চিমবঙ্গ বিধান সভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার (১০ ডিসেম্বর) ঘোজাডাঙ্গা অবরোধের ডাক দেন। এর অংশ হিসেবে ঘোজাডাঙ্গায় প্রধান সড়কে মঞ্চ তৈরি করে সমাবেশ হয়। এতে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। ইমিগ্রেশনের কার্যক্রম বন্ধ থাকায় দূরদূরান্ত থেকে আসা যাত্রীরা পড়েছেন বিপাকে।
ভোমরা স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে ২৫০ ট্রাক পণ্য আমদানি-রপ্তানি হয়। বর্তমানে পাথর, চাল ও পেঁয়াজের ট্রাক বেশি ঢুকছে।