জ্যামের কবল থেকে রেহাই দিতে এবার আসল উড়ন্ত ট্যাক্সি

১৮ অক্টোবর ২০২৪, ০৮:৫৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
এয়ার ট্যাক্সি

এয়ার ট্যাক্সি © সংগৃহীত

আধা ঘণ্টার হাঁটার পথ গাড়িতে পাড়ি দিতে ঘণ্টা পার হয়ে যায় জ্যামের কারণে— এমন পরিস্থিতির সম্মুখীন অনেকেই হয়েছেন। ভোগান্তি কমাতে এই ট্যাক্সি মাত্র ৫ মিনিটে পৌঁছে দেবে গন্তব্যে। এমনই পরিষেবার দেখা মিলবে ভারতে। দেশটির সরলা এভিয়েশন এবং বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেডকে এই বৈদ্যুতিক উড়ন্ত ট্যাক্সি লঞ্চ করতে যাচ্ছে।

কোনো ব্যক্তির রাস্তা দিয়ে গন্তব্যে যেতে যেখানে সময় লাগে প্রায় দেড় ঘণ্টা, সেখানে এই এয়ার ট্যাক্সি  এয়ার ট্যাক্সির ভাড়া কত হতে পারে? জানা যায়, যদি এই এয়ার ট্যাক্সির মাধ্যমে কেউ ভ্রমণ করতে চান তাহলে তাকে প্রায় ২০ মিনিটের জন্য ১৭০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে।

চালু হলে আপাতত এই এয়ার ট্যাক্সিটি বেঙ্গালুরুর শহরের প্রধান প্রধান জায়গা থেকে বিমানবন্দর পর্যন্ত চলবে বলে জানা গেছে।এর ফলে মানুষের যাতায়াতের সময় অনেকটা বাঁচবে। কারণ এই এয়ার ট্যাক্সি হেলিকপ্টারের মতো আকাশে উড়বে। আর সব থেকে বড় কথা হলো- এটির ব্যবহারের মাধ্যমে পরিবেশে কোনো দূষণ ঘটবে না।

তবে এয়ার ট্যাক্সির এই প্রোজেক্টটি এখনও প্রাথমিক পর্যায়ে আছে। এই উড়ন্ত ট্যাক্সির প্রোটোটাইপ এখনও তৈরি হয়নি। এছাড়া নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেতেও কয়েক বছর সময় লাগতে পারে। বিআইএএলের মতে, বেঙ্গালুরুতে এই পরিষেবা শুরু হতে প্রায় দুই থেকে তিন বছর সময় লাগতে পারে।

ক্ষমতায় আসলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে
  • ২৩ জানুয়ারি ২০২৬
দশ দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্ত…
  • ২৩ জানুয়ারি ২০২৬
হাদির হত্যার বিচারের দাবিতে তিতুমীরে বিক্ষোভ মিছিল
  • ২৩ জানুয়ারি ২০২৬
সৌদিতে রমজানে নামাজে লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা
  • ২৩ জানুয়ারি ২০২৬
উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে পাঁচ বছরই যথেষ্ট: জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
উৎসব আনন্দে জবিতে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা
  • ২৩ জানুয়ারি ২০২৬