ফের বন্ধ ফেসবুক-হোয়াটসঅ্যাপ

ফের বন্ধ ফেসবুক-হোয়াটসঅ্যাপ
ফের বন্ধ ফেসবুক-হোয়াটসঅ্যাপ  © সংগৃহীত

সারাদেশে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন। এ আন্দোলনকে ঘিরে রাজধানীর উত্তরা, শাহবাগসহ কয়েক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়াও মুন্সিগঞ্জে ২ জন নিহত হয়েছেন। এ অবস্থায় মোবাইল ইন্টারনেট ও ফেসবুক-হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেওয়া হয়েছে। 

এ অবস্থায় মোবাইল ডেটায় ওইসব সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ হয়ে গেছে। অনেক ব্যবহারকারী এ তথ্য জানালেও এ নিয়ে এখনও কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মোবাইল ফোনের ডেটা ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ঢোকা যাচ্ছে না। এতে মোবাবাইল ইন্টারনেট ব্যবহারে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা।

বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী জানিয়েছেন, দুপুর ১টার দিকে তারা ফোর-জি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।

এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেটের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি। আইএসপিগুলোকে ইন্টারনেট সরবরাহকারী আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়েগুলো এখন পর্যন্ত কোন নিয়ন্ত্রণের নির্দেশনা পায়নি বলে বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।


সর্বশেষ সংবাদ