ঢাবি উপাচার্যের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন

২৩ জানুয়ারি ২০২৬, ১১:০৫ PM
পূজামণ্ডপ পরিদর্শন

পূজামণ্ডপ পরিদর্শন © জনসংযোগ

সরস্বতী পূজা উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজা উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। এছাড়া তিনি রোকেয়া হল এবং শামসুন নাহার হলের পূজামণ্ডপ পরিদর্শন করেন। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় এই পরিদর্শন করেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

এ সময় প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, জগন্নাথ হল পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি ও হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল, হলের আবাসিক শিক্ষকবৃন্দ এবং প্রক্টোরিয়াল টিমের সদস্যগণ উপস্থিত ছিলেন।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ জগন্নাথ হল পরিদর্শন করেন। 

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সকল শ্রেণি-পেশার মানুষের আবেগের প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয়ের সামাজিক দায়বদ্ধতা অনেক বেশি। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় এ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। 

তিনি বলেন, সামাজিক সম্প্রীতি ও ঐক্য বিনষ্ট করতে বর্তমানে নানামুখী ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পূজা আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

হাসিনা আপার কর্মী-সমর্থকদের জানাতে চাই, আমরা আছি আপনাদের পা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠার দুই যুগেও মাভাবিপ্রবিতে নেই নিজস্ব মন্দির, খোলা …
  • ২৪ জানুয়ারি ২০২৬
কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে…
  • ২৩ জানুয়ারি ২০২৬
‘ফ্যাসিস্ট আমলে জাতীয়তাবাদী আদর্শের যারা নিয়োগ পেয়েছে, তারা…
  • ২৩ জানুয়ারি ২০২৬
নাহিদের আসনে আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার সাঁটানোর অভিযোগ বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাবি উপাচার্যের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন
  • ২৩ জানুয়ারি ২০২৬