জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছেন? জেনে নিন যা করণীয়

২৫ মে ২০২৪, ০২:১৩ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM
জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়

জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় © সংগৃহীত

তথ্য-প্রযুক্তির যুগে বর্তমানে বার্তা আদান-প্রদানের অন্যতম বাহনের নাম ই-মেইল। আর সেই তালিকায় শীর্ষে রয়েছে জিমেইল। ইন্টারনেটের এ যুগে কতশত সোশ্যাল মিডিয়া একাউন্ট সামলাতে হয় আমাদের। সেগুলো কে সুরক্ষিত রাখতে ব্যবহার করতে হয় শক্তিশালী পাসওয়ার্ড। পাসওয়ার্ড শক্তিশালী আর ইউনিক করতে গিয়ে সেই পাসওয়ার্ড ভুলে যাবার প্রবণতাও আমাদের জন্য নতুন কিছু নয়। বিশেষ করে জিমেইলের পাসওয়ার্ডটা যেন কিছুতেই মনে রাখতে পারি না আমরা।

ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে আমরা প্রায় সবাই এক বা একাধিক জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি। দীর্ঘদিন পাসওয়ার্ডের ব্যবহার প্রয়োজন হয় না বলে হুট করে জিমেইল একাউন্টের পাসওয়ার্ড ভুলে যাবার ঘটনার সঙ্গে কমবেশি আমরা সবাই পরিচিত। তবে আমার, আপনার ও প্রায় প্রত্যেকের সঙ্গেই একবার হলেও হয়ে থাকে যে আমরা আমাদের জিমেইল অ্যাকাউন্ট পাসওয়ার্ড ভুলে যাই।

এর ফলে অনেক সমস্যায় পড়তে হয়। তবে এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। বিজনেস ইনসাইডারের প্রতিবেদন থেকে জানা জানা যায়, কিছু পদ্ধতি অনুসরণ করলে জিমেইলের নতুন পাসওয়ার্ড রিসেট করতে পারবেন।

পাসওয়ার্ড ভুলে গেলে যা করবেন-

১. জিমেইলের লগইন পেজে প্রবেশ করুন।

২. জিমেইল আইডিটি টাইপ করুন ও 'নেক্সট' অপশনে ক্লিক করুন।

৩. আপনার যদি জিমেইলে বর্তমানে ব্যবহৃত পাসওয়ার্ড মনে না থাকে, তবে আগে ব্যবহার করা পাসওয়ার্ড দিন। যদি তাও মনে না থাকে, তবে ‘Try another way’ অপশনে যান।

৪. গুগল এ সময় আপনার জিমেইলের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল ফোন নম্বরে ভেরিফিকেশন কোড পাঠানোর কথা বলবে।

৫. যদি আপনার ফোন কাছে না থাকে, তবে জিমেইল খোলার সময় যে বদলি মেইল অ্যাড্রেস দিয়েছিলেন, গুগল সেখানে ভেরিফিকেশন কোড পাঠাবে। আপনার জিমেইলের সঙ্গে যদি বদলি কোনো মেইল অ্যাকাউন্ট যুক্ত করা না থাকে, তবে আবার ‘Try another way’ অপশনে যান।

৬. গুগল এখন আপনি ঢুকতে পারবেন এমন যেকোনো মেইল আইডি (ANY email ID) চাইবে। এ মেইল আইডি দেওয়া হলে গুগল তাতে কোড পাঠাবে।

৭. গুগলের ওই কোড পেলে তা নিয়ে তা নিয়ে গুগলের ডায়ালগ বক্সে দিয়ে দিন।

৮. এ প্রক্রিয়ার মাধ্যমে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্ট উদ্ধার করতে পারবেন। একবার ঢুকতে পারলে নতুন পাসওয়ার্ডযুক্ত অ্যাকাউন্ট হালনাগাদ করুন। তাতে মোবাইল নম্বর ও বদলি ই–মেইল যুক্ত করুন। আপনার পাসওয়ার্ড সহজে খুঁজে পাবেন—এমন কোনো নিরাপদ জায়গায় সংরক্ষণ করতে পারেন।

আরও পড়ুন: জিমেইলের স্টোরেজ বাড়াবেন কিভাবে? জেনে নিন

যদি পাসওয়ার্ড মনে রাখতে সমস্যা , তবে লাস্টপাসের মতো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে পারে। গুগল তাদের ক্রোম ব্রাউজারেও পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখার সুবিধা দেয়। অ্যাপলের ‘আইক্লাউড কিচেইন (iCloud Keychain) নামে এ ধরনের সুবিধা আছে।

বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে, জিমেইলের নিরাপত্তার জন্য জটিল পাসওয়ার্ডের পাশাপাশি এতে টু ফ্যাক্টর অথেনটিকেশন যুক্ত করে রাখতে পারেন। পাসওয়ার্ডের ক্ষেত্রে অক্ষর, সংখ্যা ও চিহ্ন মিলিয়ে সহজে অনুমান করা যায় না—এমন পাসওয়ার্ড ব্যবহার করুন।

 
১৩১ শিক্ষার্থীকে বৃত্তি দিলো দ্যা স্কলারস ফাউন্ডেশন
  • ১৭ জানুয়ারি ২০২৬
পাবনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ
  • ১৭ জানুয়ারি ২০২৬
খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের নির্বাচন করতে দেও…
  • ১৭ জানুয়ারি ২০২৬
নেত্রকোনা বিশ্ববিদ্যালয় নেবে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, পদ …
  • ১৭ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন
  • ১৭ জানুয়ারি ২০২৬
চট্টগ্রাম কলেজে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড ২০২৬-এর আঞ্চলি…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9