আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ!

১৬ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৪ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM

© সংগৃহীত

বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় মোবাইল ফোনের অন্যতম অ্যাপলের আইফোন। তরুণ থেকে বৃদ্ধ, তারকা থেকে রাজনীতিবিদ অধিকাংশ মানুষের পছন্দের শীর্ষে থাকে আইফোনের মোবাইল। তবে এবার আইফোন ব্যাবহারকারীদের জন্য দুঃসংবাদ দিল ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি)।

সিইআরটি জানিয়েছে, অ্যাপলের আইফোনসহ অন্যান্য পণ্যগুলোতে একাধিক নিরাপত্তা সংক্রান্ত দুর্বলতা আছে। যা ব্যবহারকারীর নিরাপত্তার দেয়াল সহজেই ভাঙতে পারে। অ্যাপেলের গ্যাজেটগুলোর আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, টিভিওএস, ওয়াচওএস এবং সাফারি ব্রাউজারে দুর্বলতা রয়েছে বলে জানিয়েছে সিইআরটি।

শুক্রবার (১৫ ডিসেম্বর) অ্যাপলের আইফোন ব্যবহারকারীদের এ বিশেষ সতর্কবার্তা দিয়েছে ভারত সরকার। এর আগে একইভাবে স্যামসাং ব্যবহারকারীদেরও সতর্ক করেছিল দেশটির সরকার।

আরও পড়ুন: বলিউডের সবচেয়ে ধনী তারকা দম্পতি শাহরুখ-গৌরীর যত সম্পদ

সিইআরটির বরাত দিয়ে শনিবার (১৬ ডিসেম্বর) এনডিটিভি জানায়, অ্যাপল গ্যাজেটের কাঠামোগত দুর্বলতার জন্য ব্যবহারকারীর সংরক্ষিত গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তার প্রাচীর তথ্য পাচারকারী হ্যাকারদের ভেঙে ফেলা সম্ভব হবে। তবে এক্ষেত্রে ব্যবহারকারীদের ধোঁকা দেয়ার জন্য হ্যাকাররা কেবল বাইপাস কোড ব্যবহার করবেন। আর এরপরই হ্যাকার তার নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছানো সম্ভব হবে।

এতে আরও বলা হয়, অ্যাপলের আইফোনসহ অন্যান্য পণ্যগুলোতে একাধিক নিরাপত্তা সংক্রান্ত দুর্বলতা লক্ষ্য করা গিয়েছে। এই দুর্বলাতার সুযোগ নিয়ে হ্যাকাররা ব্যবহারকারীর একাধিক সংবেদনশীল তথ্য চুরি করতে পারে। নিরাপত্তা সংক্রান্ত যে বিধিনিষেধ রয়েছে তা এড়িয়ে নতুন কোড কার্যকর করতে পারে। এমনকি ফোনের পুরো সিস্টেমকেই নষ্ট করে দিতে পারে।

বিদ্যুৎ পানি বিলের ভুতুড়ে সমস্যা ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে …
  • ২৪ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে যা বললেন এনটিআরসিএ চেয়ারম্যান
  • ২৪ জানুয়ারি ২০২৬
নির্বাচনে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিএনপির ‘রিল মেকিং’ প্রতিযোগিতায় ফাতিহা আয়াতসহ যে ১০ জন জয়…
  • ২৪ জানুয়ারি ২০২৬
আকিজ বশির গ্রুপ নিয়োগ দেবে সেলস এক্সিকিউটিভ, আবেদন শেষ ৮ ফে…
  • ২৪ জানুয়ারি ২০২৬
মতিউর রহমান নিজামীকে ‘ফেরেশতাসুলভ’ বললেন জামায়াতের আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬