এনটিআরসিএ চেয়ারম্যান © ফাইল ছবি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তির সুপারিশ আগামীকাল রবিবার (২৫ জানুয়ারি) করা হবে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।
গত বুধবার রাতে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, ‘৭ম বিশেষ গণবিজ্ঞপ্তির সুপারিশের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। আগামী রবিবার (২৫ জানুয়ারি) প্রার্থীদের সুপারিশ করা হবে। কোনো কারণে ওইদিন সম্ভব না হলে ২৬ জানুয়ারি সুপারিশ করা হবে।’
গত ১০ জানুয়ারি থেকে ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনগ্রহণ শুরু হয়। তিন ধরনের প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগসংক্রান্ত আবেদন চলেছে ১৭ জানুয়ারি পর্যন্ত। আর আবেদনের ফি জমা দেওয়া গেছে ১৮ জানুয়ারি পর্যন্ত।
৭ম বিশেষ গণবিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এ নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা ৬৭ হাজার ২০৮। এর মধ্যে স্কুল ও কলেজে শূন্য পদের সংখ্যা ২৯ হাজার ৫৭১। মাদ্রাসায় ৩৬ হাজার ৮০৪ ও কারিগরিতে ৮৩৩টি পদ রয়েছে।