বিদ্যুৎ পানি বিলের ভুতুড়ে সমস্যা ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে চাই: রবিউল

২৪ জানুয়ারি ২০২৬, ০৭:০৭ PM
শেখ রবিউল আলম

শেখ রবিউল আলম © সৌজন্যে প্রাপ্ত

ঢাকা-১০ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম বলেছেন, বিদ্যুৎ ও পানির আধুনিক ব্যবস্থাপনা চালু হলেও সিস্টেমগত ত্রুটি এবং অব্যবস্থাপনার কারণে সাধারণ জনগণ ভোগান্তির শিকার হচ্ছে। জনগণের কষ্ট লাঘব করাই জনকল্যাণমূলক রাষ্ট্রের মূল দায়িত্ব। শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর হাজারীবাগে এক দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রবিউল আলম বলেন, আমার কাছে অনেকের অভিযোগ আছে—আধুনিক সিস্টেম করা হলেও তা ঠিকভাবে প্রতিষ্ঠিত হয়নি। ত্রুটি রয়েছে এবং সরকারও তা সংশোধনের প্রয়োজন অনুভব করছে। আমাদের দল সরকার গঠন করলে এই জাতীয় সমস্যাগুলোর সমাধানে বৃহত্তর পরিসরে উদ্যোগ নেবে।

তিনি বলেন, বিদ্যুৎ বিল বেশি আসা বা বিচ্ছিন্নভাবে বিল আসা অনেক সময় ব্যক্তিগতভাবে সমাধান সম্ভব নয়, এটি একটি সমন্বিত উদ্যোগের বিষয়। আমি আপনাদের প্রতিনিধি হিসেবে সরকারের দৃষ্টিতে এনে সমাধানের জন্য চাপ প্রয়োগ করব এবং উদ্যোগী হব ।

পানির বিল প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, ওয়াসার ক্ষেত্রে ঢালাওভাবে ভুতুড়ে বিল হচ্ছে এটা সিস্টেমগত সমস্যা নয় বরং ব্যক্তিগত মিটার বা সচেতনতার অভাব থেকেই হয়। আপনারা যদি নিজ নিজ মিটার পরীক্ষা করেন, অনেক সমস্যাই কমে যাবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনো কর্মকর্তা-কর্মচারী অনৈতিক সুবিধার জন্য আপনাদের বিরক্ত করে, ভুতুড়ে বিল দিয়ে আপস করতে বাধ্য করে তাহলে তার নাম বা নম্বর আমাকে দিন। আমি উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।

শেখ রবিউল আলম দৃঢ় কণ্ঠে বলেন, রাজনীতির নামে কেউ যেন এসে আপনাদের কাছ থেকে টাকা-পয়সা না নেয়। রাজনৈতিক হোক বা সন্ত্রাসী কোনো অবৈধ শক্তির কাছে মাথা নত করব না। ভয় পাবেন না, আমাকে জানাবেন, তাৎক্ষণিক সমাধান হবে।

তিনি আরও বলেন, যারা পালিয়ে থাকে, মানুষের সামনে আসে না তারা কোনো বাহিনী নয়। আপনারা ঐক্যবদ্ধ হলে কোনো দুষ্কৃতিকারী হ টিকতে পারবে না।

শ্রমজীবী মানুষদের উদ্দেশ্যে রবি বলেন, আপনারা শ্রমিক হলেও রাষ্ট্রের মালিক। আপনার শ্রমেই দেশের অর্থনীতির চাকা ঘুরছে। আপনারা অসহায় নন আপনারা এই দেশকে সমৃদ্ধ করেন। তিনি বলেন, রাষ্ট্র যদি শ্রমের সঠিক মূল্য দিতে পারত, তাহলে দেশ আরও এগিয়ে যেত।আমাদের কিছু ব্যর্থতা আছে, কিন্তু আমরা সেই ব্যর্থতা কাটিয়ে নতুন করে বাংলাদেশ গড়তে চাই।

বিএনপির ভবিষ্যৎ রাষ্ট্রপরিচালনার রূপরেখা তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, ফ্যামিলি কার্ড চালু করা হবে, যাতে প্রতি পরিবার মাসে ২০০০ টাকা বা তার সমপরিমাণ সুবিধা পাবে খাদ্য, শিক্ষা ও চিকিৎসায় বিশেষ সুবিধা সরকারি হাসপাতালে অগ্রাধিকার চিকিৎসা পরীক্ষার ফি ও শিক্ষা সহায়তা স্বাস্থ্য ও শিক্ষায় জিডিপির অন্তত ৫% বরাদ্দ মাল্টিমিডিয়া ক্লাসরুম ও কারিগরি শিক্ষার বিস্তার তৃতীয় ভাষা শিক্ষা চালু করা হবে।স্বাস্থ্য ও শিক্ষা মানসম্মত না হলে রাষ্ট্র উন্নত হয় না। বিএনপি সেই পরিবর্তন আনতে চায়।

তিনি বলেন, হাজারীবাগের শিল্পখাত যদি সঠিকভাবে পরিচালিত হতো, তাহলে বছরে ২৪-২৫ বিলিয়ন ডলার আয় সম্ভব ছিল। কিছু সন্ত্রাসী ও দুর্নীতিবাজ মহলের কারণে এই শিল্প আজ ঝুঁকির মুখে।
রবি প্রতিশ্রুতি দেন, সুযোগ পেলে হাজারীবাগের সমস্যা সমাধানের পাশাপাশি সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ অঞ্চলকে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তিতে রূপান্তর করবেন।

ভোটারদের উদ্দেশ্যে বিএনপির প্রার্থী রবি বলেন, এই রাষ্ট্র আপনার, আপনার সিদ্ধান্তেই রাষ্ট্র চলবে। এবারের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১২ ফেব্রুয়ারি সকালেই কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন। আমি আপনাদের ভোটের মর্যাদা রাখব ইনশাআল্লাহ।

শাহবাগ থানায় জিডি হাদির মেজ ভাই শরীফ ওমরের
  • ২৪ জানুয়ারি ২০২৬
ঢাক-ঢোল পিটিয়ে এনসিপির নির্বাচনি থিম সং প্রকাশ
  • ২৪ জানুয়ারি ২০২৬
বাংলাদেশকে বাদ দেওয়ার দিনই বিসিবির এক পরিচালকের পদত্যাগ
  • ২৪ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ, আবেদন শেষ ১…
  • ২৪ জানুয়ারি ২০২৬
শীর্ষ ঋণগ্রস্ত প্রার্থিতায় ১০-এ ৯ বিএনপির, বাকি একজন সদ্য ব…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, যা বলছে পাকিস্তান
  • ২৪ জানুয়ারি ২০২৬